South 24 Parganas News: মুমূর্ষু রোগীকে বাঁচাতে কাজ করবে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক পুলিশ

Last Updated:

মুমূর্ষু রোগীকে বাঁচাতে এবার কাজ করবে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক পুলিশ। সম্প্রতি আ্যম্বুলেন্স চালকদের একথা জানানো হল সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে। কোনো আ্যম্বুলেন্সে মুমূর্ষ রোগী থাকলে আগেই ট্রাফিক পুলিশকে জানাতে বলা হয়েছে।

+
চলছে

চলছে প্রশিক্ষণ

#কাকদ্বীপ : মুমূর্ষু রোগীকে বাঁচাতে এবার কাজ করবে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক পুলিশ। সম্প্রতি আ্যম্বুলেন্স চালকদের একথা জানানো হল সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে। কোনো আ্যম্বুলেন্সে মুমূর্ষ রোগী থাকলে আগেই ট্রাফিক পুলিশকে জানাতে বলা হয়েছে। এরপর গুরুত্ব বুঝে রাস্তা ফাঁকা করার কাজ করবে তারা। প্রয়োজনে করা হবে গ্রীন করিডর। এরপর সুন্দরবন পুলিশ জেলার সীমা অতিক্রম করলে তা জানিয়ে দেওয়া হবে পরবর্তী পুলিশ জেলায়। নতুন এই ব‍্যবস্থায় খুশি সকলেই। সম্প্রতি কাকদ্বীপে সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
সেই সঙ্গে এবার পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কাকদ্বীপ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের। কাকদ্বীপ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রায় ৫০ জন চালককে নিয়ে এই প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়। প্রশিক্ষণে ট্রাফিক আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজের ক্ষেত্রে অনেক বেশী সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে বলে জানান পুলিশ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ উদ্ধার ছ'টি বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ, গ্রেফতার এক
সেই সঙ্গে বিভিন্ন ট্রাফিক আইন সম্বন্ধে আ্যম্বুলেন্স চালকদেরকে অবগত করতেই সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে বলে খবর। এ নিয়ে সুন্দরবন পুলিশ জেলার আইসি ট্রাফিক সঞ্জয় বিশ্বাস জানান, মূলত আ্যম্বুলেন্স চালকরা মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন। তাদরকে প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি সেকারণেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে ট্রাফিকের বিভিন্ন নিয়ামাবলি তাদের জানানো হয়েছে।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মুমূর্ষু রোগীকে বাঁচাতে কাজ করবে সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক পুলিশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement