কোভিডের কারণে গত দু'বছর পরিকল্পনা নিলেও এই উৎসব করে ওঠা সম্ভব হয়নি। কিন্তু এখন আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ। তাই এ বছর প্রথম সাফারি পার্কে উৎসবের আয়োজন করা হয়েছে এ বছর। ৫ দিনের এই ‘জ্যু ফেস্টিভ্যাল’-এর প্রথমদিন ছিল পশু দত্তক নেওয়ার অনুষ্ঠান। অনেকেই বিভিন্ন পশু দত্তক নেন এ দিন।
আরও পড়ুনঃ টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে সরব রেলের আধিকারিকরাই
advertisement
ওয়াইল্ড অ্যানিম্যালস ইন জ্যু-এ থিমের ওপর এ দিন ছবি আঁকে বাগডোগরা থেকে আগত একটি অঙ্কন স্কুলের কচিকাঁচারা। বিভিন্ন বয়সীর ছেলে-মেয়েরা এ দিন বেঙ্গল সাফারি পার্কের দেওয়ালে নানা রকম জীবজন্তুর ছবি আঁকে।
এ ছাড়াও প্রতিদিন আগত পর্যটকদের উদ্দেশ্যে ক্যুইজ প্রতিযোগিতাও চলবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারও দেওয়া হবে বলে জানালেন ডিএফ্ওডি শেরপা।
এ ছাড়াও তিনি জানান, কলেজ ও স্কুল পড়ুয়াদের নিয়ে বন্যপ্রাণ নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। ফেস্টিভ্যাল চলাকালীন প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়ারা বিনামূল্যে প্রবেশ করতে পারবে সাফারি পার্কে। সর্বশেষ দিনে কচিকাঁচাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা হবে। আলাদা আলাদা বিভাগে এই প্রতিযোগিতা হবে। প্রতি বিভাগে বিজেতার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
অনির্বাণ রায়