শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত খোলাচাঁদ ফাপড়ির বাসিন্দা বিকাশ রাই। লটারি কাটা একপ্রকার অভ্যাস তার । মঙ্গলবার রাতে ১৫০ টাকার লটারি কাটেন তিনি । সেই লটারিতেই রাতারাতি ভাগ্য বদলে যায় তার । রেজাল্ট বের হতেই দেখতে পান তিনি ১ কোটি জিতেছেন । এরপর নিরাপত্তার স্বার্থে লটারির টিকিটটি নিয়ে বুধবার ভক্তিনগর থানায় যান । এদিন বিকাশ রাই বলেন, খোলাচাঁদ ফাপড়ি এলাকায় ছোট একটি জমিতে চাষ করি। ১ কোটি টাকা জিতে অবাক হয়ে গিয়েছিলাম ।
advertisement
আরও পড়ুন তিন মারণ রোগকে জয় বৃদ্ধের! কামাল এম আর বাঙ্গুর হাসপাতালের
তবে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি । দিনবদলের আশায় এদিনও বাড়ি ফেরার পথে লটারি এজেন্সির থেকে মাত্র ১৫০ টাকা দিয়ে’ লটারির টিকিট কাটেন । ভাবতে পারেননি,ওই ১৫০ টাকার লটারির টিকিট তাঁর জীবনের চাকা ঘুরিয়ে দেবে,কোটিপতি হয়ে যাবেন তিনি । কোটি টাকা নিয়ে কী করবেন সে ব্যাপারে এখনও বিশেষ পরিকল্পনা করেননি বিকাশ রাই । তবে নিজস্ব ব্যবসা চালু করার পরিকল্পনা রয়েছে তার৷ সেই কাজেই টাকাটা অনেক কাজে লাগবে বলে আশা রয়েছে বলে জানালেন বিকাশ বাবু ।
অনির্বাণ রায়