TRENDING:

Siliguri News : রাতারাতি কোটিপতি হলেন যুবক, লটারির ১ কোটি টাকা জয় ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা

Last Updated:

লটারির কারণে কখন, কোথায়, কীভাবে, কার ভাগ্য উল্টে যাবে কিছুই বলা যায় না।  এমনই ঘটনা ঘটেছে খোলাচাঁদ ফাপড়ির বাসিন্দা বিকাশ রাই বলে এক ব্যক্তির, যিনি রাতারাতি কোটিপতি হয়ে গেছেন লটারির সাহায্যে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: প্রতিটি মানুষই চায় বিলাসবহুল জীবনযাপন করতে । অনেকে দ্রুত ধনী হওয়ার জন্য লটারির আশ্রয় নেন, কিন্তু লটারি জেতার ভাগ্য ক'জনের থাকে । অপরদিকে লটারির কারণে কখন, কোথায়, কীভাবে, কার ভাগ্য উল্টে যাবে কিছুই বলা যায় না । এমনই ঘটনা ঘটেছে খোলাচাঁদ ফাপড়ির বাসিন্দা বিকাশ রাই বলে এক ব্যক্তির সঙ্গে, যিনি রাতারাতি কোটিপতি হয়ে গেছেন লটারির সাহায্যে । জমিতে চাষ করে দিন কাটে। লটারি কেটে কোটপতি হয়ে গেলেন যুবক। ১৫০ টাকায় লটারি কিনেছিলেন । লটারির রেজাল্ট বের হতেই দেখা গেল যে কোটিপতি হয়ে গিয়েছেন ।
চাষ করে দিন যাপন করা বিকাশ ১৫০ টাকার লটারি কেটেই হয়ে গেলো কোটিপতি
চাষ করে দিন যাপন করা বিকাশ ১৫০ টাকার লটারি কেটেই হয়ে গেলো কোটিপতি
advertisement

আরও পড়ুন Hooghly News: ব্রিটিশ আমলের তৈরি কুন্তীঘাটের ঝুলন্ত ব্রিজ বর্তমানে বেহাল অবস্থায়, আশঙ্কায় স্থানীয়রা

শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত খোলাচাঁদ ফাপড়ির বাসিন্দা বিকাশ রাই। লটারি কাটা একপ্রকার অভ্যাস তার । মঙ্গলবার রাতে ১৫০ টাকার লটারি কাটেন তিনি । সেই লটারিতেই রাতারাতি ভাগ্য বদলে যায় তার । রেজাল্ট বের হতেই দেখতে পান তিনি ১ কোটি জিতেছেন । এরপর নিরাপত্তার স্বার্থে লটারির টিকিটটি নিয়ে বুধবার ভক্তিনগর থানায় যান । এদিন বিকাশ রাই বলেন, খোলাচাঁদ ফাপড়ি এলাকায় ছোট একটি জমিতে চাষ করি। ১ কোটি টাকা জিতে অবাক হয়ে গিয়েছিলাম ।

advertisement

আরও পড়ুন তিন মারণ রোগকে জয় বৃদ্ধের! কামাল এম আর বাঙ্গুর হাসপাতালের

তবে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি । দিনবদলের আশায় এদিনও বাড়ি ফেরার পথে লটারি এজেন্সির থেকে মাত্র ১৫০ টাকা দিয়ে’ লটারির টিকিট কাটেন । ভাবতে পারেননি,ওই ১৫০ টাকার লটারির টিকিট তাঁর জীবনের চাকা ঘুরিয়ে দেবে,কোটিপতি হয়ে যাবেন তিনি । কোটি টাকা নিয়ে কী করবেন সে ব্যাপারে এখনও বিশেষ পরিকল্পনা করেননি বিকাশ রাই । তবে নিজস্ব ব্যবসা চালু করার পরিকল্পনা রয়েছে তার৷ সেই কাজেই টাকাটা অনেক কাজে লাগবে বলে আশা রয়েছে বলে জানালেন বিকাশ বাবু ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : রাতারাতি কোটিপতি হলেন যুবক, লটারির ১ কোটি টাকা জয় ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল