Hooghly News: ব্রিটিশ আমলের তৈরি কুন্তীঘাটের ঝুলন্ত ব্রিজ বর্তমানে বেহাল অবস্থায়, আশঙ্কায় স্থানীয়রা

Last Updated:

ব্রিটিশ আমলে তৈরি হুগলির কুন্তি নদীর উপরে পারাপার করার জন্য ঝুলন্ত একটি ব্রিজ। বর্তমানে সেই ব্রিজের অবস্থা খুবই বেহাল। লোহায় মরচে পরেছে,কাঠের পাটা ভেঙে গিয়ে বড় বড় ফাঁক তৈরী হয়েছে। ভাঙা কাঠের জায়গা বাঁশ দিয়ে ভরাট করা হয়েছে। 

+
কুন্তিঘাটের

কুন্তিঘাটের ঝুলন্ত ব্রিজের বেহাল অবস্থা

#হুগলি: ব্রিটিশ আমলে তৈরি হুগলির কুন্তি নদীর উপরে পারাপার করার জন্য ঝুলন্ত একটি ব্রিজ। বর্তমানে সেই ব্রিজের অবস্থা খুবই বেহাল। লোহায় মরচে পরেছে,কাঠের পাটা ভেঙে গিয়ে বড় বড় ফাঁক তৈরি হয়েছে। ভাঙা কাঠের জায়গা বাঁশ দিয়ে ভরাট করা হয়েছে। তাতেও বিপদ,পা ঢুকে আটকে গেছে কেটে ছরে গেছে এমন হয়েছে অনেকের। কিন্তু এই ব্রিজটি একমাত্র নদী পারাপারের পথ স্থানীয় মানুষদের কাছে। ব্রিজের গায়ে লেখা আছে, ভারী যানবাহন না চলার জন্য কিন্তু এক কথায় বাধ্য হয়েই স্থানীয় মানুষদের যাতায়াত করতে হয় ব্রিজ ধরে। দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
 
advertisement
রাতে পর্যাপ্ত আলো না থাকায় ব্রিজ দিয়ে পায়ে হেঁটে চলাচল করা যায় না। পুলকার, অ্যাম্বুলেন্স, চারচাকা মোটর বাইক তো চলছেই, পন্য নিয়ে পার হচ্ছে মোটর ভ্যান। স্থানীয়দের কাছে নদী পারাপার হওয়ার একমাত্র পথ কুন্তীঘাটের এই কুন্তী নদীর উপর ব্রিজ। সংস্কারের অভাবে ক্রমশ খারাপ হচ্ছে ব্রিজের স্বাস্থ্য। দু’দিকে লোহার টানার উপর থেকে লোহার বিম ঝুলছে। লোহার বিমের উপর কাঠের তক্তা পাতা। নদীর উপর ঝুলন্ত এই ব্রিজ দেখতে আসেন অনেকে। সেলফি তোলার ভিড় লাগে।
advertisement
আরও পড়ুন: লটারিতে কোটি টাকা জিতেও চাপে অনুব্রত, সিবিআই দফতরে এলেন বোলপুরের লটারি ব্যবসায়ী
স্থানীয়, গাড়ি চালক থেকে পথচারীরা বলছেন ব্রিজটির অনেক জায়গায় কাঠ ভেঙে গেছে। লোহায় মরচে পরেছে। ষোলো মন পর্যন্ত মাল বহন করা যাবে নোটিশ দেওয়া থাকলেও তা মানা হয় না। স্কুলের বাচ্চাদের নিয়ে পুলকার পার হয় মগড়া ও বলাগড় দুই ব্লকের সংযোগকারী এই ব্রিজে ব্যস্ততা আছে তাই প্রশাসন নজর দিক দ্রুত সংস্কার করুক চাইছেন এলাকাবাসী। গুজরাটের মোরবীতে ঝুলন্ত ব্রিজ ভেঙে পরে দূর্ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এরপরই কুন্তিঘাটে ঝুলন্ত ব্রীজে পুলিশ ভীর করতে দেয়নি। ছট পুজোর সময় ব্রীজে অনেক ভীর করেন তাদের নামিয়ে দেওয়া হয়।
advertisement
চন্দ্রহাটি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা দাস জানান, ব্রিজটা ভাল করে সংস্কার করতে হবে।পঞ্চায়েতের টাকা নেই তাই জেলা পরিষদকে বলা হয়েছে। জেলা পরিষদ থেকে ব্রিজ পরিদর্শন করা হয়েছে। সংস্কার প্রয়োজন সেটা বলা হয়েছে। আশা করছি তারাতাড়ি হয়ে যাবে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ব্রিটিশ আমলের তৈরি কুন্তীঘাটের ঝুলন্ত ব্রিজ বর্তমানে বেহাল অবস্থায়, আশঙ্কায় স্থানীয়রা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement