TRENDING:

Siliguri News: গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে

Last Updated:

গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠলো তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চম্পাসারি তে অবস্থিত সমরনগর এলাকায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠলো তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চম্পাসারি তে অবস্থিত সমরনগর এলাকায় । ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ এলাকায় পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় । তাদের মধ্যে ১জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে । কি নিয়ে এই বিবাদ তার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement

সূত্রের খবর , বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগ থেকেই দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে থেকেই । অভিযোগ ওই গৃহবধু তার প্রতিবেশী ওই পরিবারের এক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক রাখার চেষ্টা করছিল । অভিযোগ এর আগেও ওই মহিলাকে মারধোর করা হয়েছিল । সোমবার ফের রাস্তা দিয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটে বলে জানালেন ওই মহিলা।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কাদের প্রার্থী করা হবে? সাংগঠনিক বৈঠকে 'গুণাগুণ' নিয়ে নির্দেশ বনসলের

আরও পড়ুন: বউবাজারে ক্ষতিপূরণের ফর্ম বিলি, ফর্ম জমার ১৫-৩০ দিনের মধ্যে মিলবে ক্ষতিপূরণ

এদিন যখন নির্যাতিত ওই গৃহবধূ তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল সেই সময় অভিযুক্ত ওই পরিবারের সদস্যরা তাকে থুতু ছেটায় বলে অভিযোগ । এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং পরে অভিযুক্তের পরিবারের মহিলারা ওই গৃহবধূকে বিবস্ত্র করে মারধর ক রে বলে অভিযোগ ওঠে । ঘটনায় প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।

advertisement

অপরদিকে যেই পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ ওই পরিবারের এক সদস্যা বলেন, ওই মহিলা আমার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে । আজ উনি এসেই আমাদের পরিবারের সদস্যকে মারধর করলে তখনই হাতাহাতি শুরু হয়ে যায় । অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে স্থানীয় পঞ্চায়েত সদস্য জগদীশ রায় পুরো ঘটনাটিকে নিন্দনীয় আখ্যা দেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল