বউবাজারে ক্ষতিপূরণের ফর্ম বিলি, ফর্ম জমার ১৫-৩০ দিনের মধ্যে মিলবে ক্ষতিপূরণ

Last Updated:

শনিবারের মধ্যে জমা দিতে হবে ক্ষতিপূরণের ফর্ম, ক্ষতিপূরণের ফর্ম পাঠানো হবে KMRCL-এ

#কলকাতা:  বউবাজারে ক্ষতিপূরণের ফর্ম বিলি! কাউন্সিলর বিশ্বরূপ দাসের অফিসে ফর্ম বিলি শুরু হল! শনিবারের মধ্যে জমা দিতে হবে ক্ষতিপূরণের ফর্ম, ক্ষতিপূরণের ফর্ম পাঠানো হবে KMRCL-এ। জানা গিয়েছে, ফর্ম জমার ১৫-৩০ দিনের মধ্যে মিলবে ক্ষতিপূরণ।
২০১৯-এর সাড়ে তিন বছর পর ফিরল সেই আতঙ্ক। শুক্রবার ভোররাতে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর তরফে। ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে রেল বোর্ড এক্সপার্ট টিম পাঠাবে। বিশেষজ্ঞদের একটা টিম আগেই গঠন করেছিল নির্মাণকারী সংস্থা। আপাতত স্থির হয়েছে, জল ঢোকা বন্ধ করতে লাগাতার গ্রাউটিং চালিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই এলাকার অনেকেই ঘর ছেড়েছে। চেনা পাড়া ছেড়েছে বহু পরিবার। তাঁদের অনেকেরই বর্তমান ঠিকানা বেলঘড়িয়া, বেলগাছিয়া, ফুলবাগানে। ২০১৯-এর পর মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল, আর সমস্যা হবে না! নিয়মিত নজরদারি, পর্যবেক্ষণে রাখা হবে গোটা অঞ্চল!
advertisement
advertisement
কিন্তু শুক্রবার সকাল থেকেই এলাকায় ফের ফাটল-আতঙ্ক! একাধিক বাড়িতে ফাটল ধরা পড়ার পরেই মেট্রোর কাজ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ বাহিনী ও কলকাতা পুরসভার কর্মীরা মাইকে প্রচার করে ফাটল ধরা বাড়ির বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসতে অনুরোধ করেন। পরে এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু শুধুই এই অঞ্চলের বাসিন্দা নন, এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের দিনের সিংহভাগ সময়টাই এখানে কাটে। এই অঞ্চলের সঙ্গেই জড়িয়ে তাঁদের রুজিরুটি! কারও বা ব্যবসা, কারও বা দোকান রয়েছে! আজ তাঁরাও বাধ্য দোকান বন্ধ করতে! দোকানের ঝাঁপ ফেলা, সামনে ডাঁই করে রাখা জিনিসপত্র!
advertisement
২০১৯ সালে ধর্মতলার দিক থেকে টিবিএম (টানেল বোরিং মেশিন) চণ্ডীকে শিয়ালদা অভিমুখে নিয়ে যাওয়ার সময় বিপত্তি ঘটেছিল। সেবার মূলত ভূগর্ভস্থ জলাধরের দেয়াল ফেটেই বিপর্যয় ঘটেছিল। প্রাথমিকভাবে আতঙ্কের ধাক্কা সামলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শিয়ালদহর দিক থেকে রওনা করা হয় টিবিএম উর্বিকে।টিবিএম উর্বি বউবাজার পর্যন্ত গেলে টিবিএম চণ্ডীর মুখোমুখি অবস্থানে অল্প ব্যবধান রেখে শেষ করা হয় টিবিএম এর কাজ। ঠিক করা হয়েছিল বাকি কাজ টিবিএম এর সাহায্য ছাড়াই করা হবে।
advertisement
বউবাজার এ দুর্গা পিতুরি লেনে ধ্বসে যাওয়ার পরে দুর্ঘটনাগ্রস্থ বাড়িগুলোর জায়গায় মেট্রোর তরফে তৈরি করা হয় একটি 40X10X25 মিটার সাইজের প্রকোষ্ঠ। মূলত টিবিএম তোলা এবং অন্যান্য অবশিষ্ট কাজের জন্যই বানানো হয় প্রকোষ্ঠটি। এই প্রকোষ্ঠ র নিচের অংশেই ছিল দুটি টিবিএম। ২০২১ এর ডিসেম্বর থেকে শুরু হয় টিবিএম এর যন্ত্রাংশ বের করার কাজ। সেই কাজ শেষ হয়ে গিয়েছে। মেট্রো সূত্রে খবর এই কাজ সম্পূর্ণ করা গেলেই সম্পূর্ণ হত শিয়ালদা-ধর্মতলা মেট্রোর টানেলের কাজ। মাটি কেটে সিমেন্টের দেওয়াল ও মেঝে বানানোর কাজও চলছিল সমানভাবে। কিন্তু তাল কাটলো কলকাতায় ভারী বৃষ্টিপাত। যার ফলে (প্রাথমিক অনুমান), মাটির নিচের জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়, জল উঠতে শুরু করে নীচ থেকে। ফাটল ধরে যায় সংলগ্ন ১০টি বাড়িতে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বউবাজারে ক্ষতিপূরণের ফর্ম বিলি, ফর্ম জমার ১৫-৩০ দিনের মধ্যে মিলবে ক্ষতিপূরণ
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement