TRENDING:

Siliguri News | West Bengal Lottery : ৩০ টাকার লটারিতে কোটিপতি ফুলবাড়ির শ্রমিক! টাকা জিতেই আতঙ্ক! জানুন

Last Updated:

Siliguri News | West Bengal Lottery : দরিদ্র শ্রমিক হলেন কোটিপতি।পুজোর মুখে মাত্র ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি এক শ্রমিক। এত টাকা জিতে আতঙ্কে ব্যক্তি! ডাকতে হল পুলিশ, জানুন কারণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফুলবাড়ি: 'দেনে ওয়ালা যভ ভি দেতা, দেতা ছপ্পড় ফার কে’ গানটি শুনেছেন?ধনী হতে কে না চায় ? প্রতিটি মানুষই চায় বিলাসবহুল জীবনযাপন করতে। অনেকে দ্রুত ধনী হওয়ার জন্য লটারির আশ্রয় নেন, কিন্তু লটারি জেতার ভাগ্য ক'জনের থাকে। অপরদিকে লটারির কারণে কখন, কোথায়, কীভাবে, কার ভাগ্য উল্টে যাবে কিছুই বলা যায় না। এমনই ঘটনা ঘটেছে ফুলবাড়িতে বসবাসকারী এক ব্যক্তির সাথে যিনি রাতারাতি কোটিপতি হয়ে গেছেন লটারির সাহায্যে। দরিদ্র শ্রমিক হলেন কোটিপতি।পুজোর মুখে মাত্র ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি এক শ্রমিক। কোটিপতি হওয়া রুনু শেখ মালদা জেলার মিল্কি গ্রামের বাসিন্দা।পেটের টানে রুনু শেখ দীর্ঘদিন ধরে বাড়িতে দুই সন্তান ও স্ত্রীকে রেখে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগাছ এলাকার একটি মুরগি প্রজনন কেন্দ্রে কাজ করছেন। ৩০ টাকার লটারি কেটেই ভাগ্য ফিরে গেল তার।
advertisement

যখনই রুনু শেখ শুনেছেন সে এক কোটি টাকার পুরস্কার জিতেছেন তারপর থেকেই তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন। এই খবর পেয়েই শেষমেষ ঘটনাস্থলে পৌছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ পৌঁছে তাকে নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশি নিরাপত্তায় রয়েছে। নিয়ম মেনে ওই অর্থ রুনু শেখ কি ভাবে পাবেন তা দেখছে এনজেপি থানার পুলিশ। তার ভাঙা বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

advertisement

আরও পড়ুন:  চলে আসুন হীরক রাজার দেশে! তালি দিলেই পেয়ে যাবেন দারুণ সব খাবার!

অন্যের জমি চাষবাস করে কোনো রকমে সংসার চলছিল। তারপর কাজের সূত্রে শিলিগুড়ি তে এসে মুরগির হ্যাচারিতে কাজ করেন তিনি । তবে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি। দিনবদলের আশায় এদিনও বাড়ি ফেরার পথে লটারি এজেন্সির থেকে মাত্র ৩০ টাকা দিয়ে’ লটারির টিকিট কাটেন।ভাবতে পারেননি,ওই ৩০ টাকার লটারির টিকিট তাঁর জীবনের চাকা ঘুরিয়ে দেবে,কোটিপতি হয়ে যাবেন তিনি। কোটি টাকা নিয়ে কী করবেন সে ব্যাপারে এখনও বিশেষ পরিকল্পনা করেননি রুনু বাবু।তবে একটি ভাল বাড়ি বানানোর ইচ্ছা রয়েছে।এছাড়া ছেলে,মেয়েদের ভালভাবে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাতে চান তিনি। হঠাৎ করে লটারিতে ১ কোটি টাকা জেতার খবর পেয়ে আনন্দে অভিভূত আত্মীয়স্বজন থেকে শুরু করে তাঁর গোটা পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News | West Bengal Lottery : ৩০ টাকার লটারিতে কোটিপতি ফুলবাড়ির শ্রমিক! টাকা জিতেই আতঙ্ক! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল