যখনই রুনু শেখ শুনেছেন সে এক কোটি টাকার পুরস্কার জিতেছেন তারপর থেকেই তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন। এই খবর পেয়েই শেষমেষ ঘটনাস্থলে পৌছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ পৌঁছে তাকে নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশি নিরাপত্তায় রয়েছে। নিয়ম মেনে ওই অর্থ রুনু শেখ কি ভাবে পাবেন তা দেখছে এনজেপি থানার পুলিশ। তার ভাঙা বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন: চলে আসুন হীরক রাজার দেশে! তালি দিলেই পেয়ে যাবেন দারুণ সব খাবার!
অন্যের জমি চাষবাস করে কোনো রকমে সংসার চলছিল। তারপর কাজের সূত্রে শিলিগুড়ি তে এসে মুরগির হ্যাচারিতে কাজ করেন তিনি । তবে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি। দিনবদলের আশায় এদিনও বাড়ি ফেরার পথে লটারি এজেন্সির থেকে মাত্র ৩০ টাকা দিয়ে’ লটারির টিকিট কাটেন।ভাবতে পারেননি,ওই ৩০ টাকার লটারির টিকিট তাঁর জীবনের চাকা ঘুরিয়ে দেবে,কোটিপতি হয়ে যাবেন তিনি। কোটি টাকা নিয়ে কী করবেন সে ব্যাপারে এখনও বিশেষ পরিকল্পনা করেননি রুনু বাবু।তবে একটি ভাল বাড়ি বানানোর ইচ্ছা রয়েছে।এছাড়া ছেলে,মেয়েদের ভালভাবে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাতে চান তিনি। হঠাৎ করে লটারিতে ১ কোটি টাকা জেতার খবর পেয়ে আনন্দে অভিভূত আত্মীয়স্বজন থেকে শুরু করে তাঁর গোটা পরিবার।
অনির্বাণ রায়