ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে দুবার জয়ী হন গৌতম দেব। একবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও আরেকবার পর্যটনমন্ত্রী হন। কিন্তু শেষ বিধানসভা নির্বাচনে ২৬ হাজার ভোটে শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। পরাজিত হওয়ার পর তাকে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পুর নির্বাচনে জয় পেলে মেয়র হন গৌতম দেব। উত্তরবঙ্গের দাপুটে নেতা হিসেবে পরিচিত গৌতম দেব। দলের তরফে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে নির্বাচন পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে গৌতম দেবকে।
advertisement
আরও পড়ুন: পাহাড়ে পাল্টে গেল রাজনৈতিক অঙ্ক, পদ্মের ছাতার তলায় বিমল-অজয়! কী করবে তৃণমূল?
তবে নিজের পরাজিত হওয়া আসনে পঞ্চায়েত নির্বাচনে দলকে জয়ী করাই মূল লক্ষ্য গৌতম দেবের বলে রাজনৈতিকমহলের ধারণা। ওই বিধানসভা কেন্দ্রে ডাবগ্রাম ১, ডাবগ্রাম ২, ফুলবাড়ি ১ ও ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে চারটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও ও পঞ্চায়েত সমিতির আসনে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। তারপর বিধানসভা নির্বাচনে পরাজিত হন গৌতম দেব।
আরও পড়ুন: শরীরে ম্যাগনেশিয়ামের অভাব ঘুমের মধ্যে মারাত্মক ক্ষতি করতে পারে, অবশ্যই জানুন
গৌতম দেব বলেন, “ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রটি আমার চেনা। দশ বছর আমি সেখানে কাজ করেছি। আমাকে দল সেখানকার দায়িত্ব দিলে অবশ্যই সেখানে কাজ করব।” জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন, “গৌতম দেব শুধু জলপাইগুড়ি নন, গোটা উত্তরবঙ্গের দলের অভিভাবক। আমরা আলোচনা করেছি তিনি ডাবগ্রাম ফুলবাড়ির পঞ্চায়েত নির্বাচন দেখলে দল অবশ্যই ভালো ফল করবে।”
অনির্বাণ রায়