TRENDING:

WB Panchayat Election 2023 | Goutam Deb: গৌতমই ফেরাবেন গৌরব! পঞ্চায়েতের আগে যা চমক দিল তৃণমূল, অনেকেই বলছেন অবিশ্বাস্য!

Last Updated:

WB Panchayat Election 2023 | Goutam Deb: এবারের ওই বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা চারটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে গৌতম দেবের উপরই ভরসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে থাকা বিধানসভা আসনে বিধানসভায় পরাজিত গৌতম দেবের উপরই আস্থা রাখল দল। শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে জয়ের এবার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এবারের ওই বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা চারটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে গৌতম দেবের উপরই ভরসা রাখছে দল।
advertisement

ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে দুবার জয়ী হন গৌতম দেব। একবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও আরেকবার পর্যটনমন্ত্রী হন। কিন্তু শেষ বিধানসভা নির্বাচনে ২৬ হাজার ভোটে শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। পরাজিত হওয়ার পর তাকে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পুর নির্বাচনে জয় পেলে মেয়র হন গৌতম দেব। উত্তরবঙ্গের দাপুটে নেতা হিসেবে পরিচিত গৌতম দেব। দলের তরফে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে নির্বাচন পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে গৌতম দেবকে।

advertisement

আরও পড়ুন: পাহাড়ে পাল্টে গেল রাজনৈতিক অঙ্ক, পদ্মের ছাতার তলায় বিমল-অজয়! কী করবে তৃণমূল?

তবে নিজের পরাজিত হওয়া আসনে পঞ্চায়েত নির্বাচনে দলকে জয়ী করাই মূল লক্ষ্য গৌতম দেবের বলে রাজনৈতিকমহলের ধারণা। ওই বিধানসভা কেন্দ্রে ডাবগ্রাম ১, ডাবগ্রাম ২, ফুলবাড়ি ১ ও ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে চারটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও ও পঞ্চায়েত সমিতির আসনে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। তারপর বিধানসভা নির্বাচনে পরাজিত হন গৌতম দেব।

advertisement

View More

আরও পড়ুন: শরীরে ম্যাগনেশিয়ামের অভাব ঘুমের মধ্যে মারাত্মক ক্ষতি করতে পারে, অবশ্যই জানুন

গৌতম দেব বলেন, “ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রটি আমার চেনা। দশ বছর আমি সেখানে কাজ করেছি। আমাকে দল সেখানকার দায়িত্ব দিলে অবশ্যই সেখানে কাজ করব।” জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন, “গৌতম দেব শুধু জলপাইগুড়ি নন, গোটা উত্তরবঙ্গের দলের অভিভাবক। আমরা আলোচনা করেছি তিনি ডাবগ্রাম ফুলবাড়ির পঞ্চায়েত নির্বাচন দেখলে দল অবশ্যই ভালো ফল করবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
WB Panchayat Election 2023 | Goutam Deb: গৌতমই ফেরাবেন গৌরব! পঞ্চায়েতের আগে যা চমক দিল তৃণমূল, অনেকেই বলছেন অবিশ্বাস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল