TRENDING:

Cinema only 99 Rupees in Multiplex|| আজ মাত্র ৯৯ টাকায় সিনেমা দেখুন মাল্টিপ্লেক্সে! কোথায়, কোন সিনেমা দেখবেন? জানুন এখুনি

Last Updated:

Cinema only 99 Rupees in Multiplex: সিনেমা প্রেমীদের জন্য সুখবর। দেশজুড়ে নির্দিষ্ট সিনেমাহলগুলিতে টিকিটের দাম করা হবে, মাত্র ৯৯ টাকা। আগামী ২০ তারিখ সিনেমা লাভার্স ডে হিসেবে পালন করছে গোটা দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: সিনেমা প্রেমীদের জন্য সুখবর। দেশজুড়ে নির্দিষ্ট সিনেমাহলগুলিতে টিকিটের দাম করা হবে, মাত্র ৯৯ টাকা। আজ ২০ জানুয়ারি, সিনেমা লাভার্স ডে হিসেবে পালন করছে গোটা দেশ। শুধুমাত্র আজ একদিনই দেশের চার হাজারেরও বেশি অংশগ্রহণকারী সিনেমাহলে টিকিটের মূল্য ৯৯ টাকা ধার্য হবে। ফলে সিনেমাপ্রেমীদের কাছে দিনটা কার্যতই উৎসবের বলা যায়। অফারটি শহরের মাল্টিপ্লেক্স গুলি-সহ আরও অনেক কিছু প্রধান থিয়েটারগুলির জন্য প্রযোজ্য।
৯৯ টাকায় সিনেমা।
৯৯ টাকায় সিনেমা।
advertisement

তাই সিনেমা প্রেমীরা যে কোনও সিনেমা আজ মাত্র ৯৯ টাকায় উপভোগ করতে পারবেন। এর আগে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ২৩ সেপ্টেম্বর ৭৫ টাকায় টিকিটের প্রস্তাব দিয়েছিল জাতীয় সিনেমা দিবস পালন করার। কয়েক মাস পরে আবার এই সুযোগ সিনেমা প্রেমীদের জন্য। সিনেমা প্রেমীদের দিবসে সকলে রাজ্যগুলিতে বেশ কয়েকটি নতুন রিলিজ হওয়া সিনেমা দর্শকদের জন্য অপেক্ষা করছে। দিলখুস, প্রজাপতি, ডক্টর বকশি, অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার (3D), দৃশ্যম ২ দর্শকরা মাত্র ৯৯ টাকা মূল্যে দেখার সুযোগ পাবেন।

advertisement

আরও পড়ুনঃ পর্যটকদের দারুণ মজা, চা-বাগানেই রাত্রিবাস নামমাত্র খরচে, গড়ে উঠেছে হোম স্টে

টিকিটের দাম কমে যাওয়া জেমস ক্যামেরনের 'অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার'-এর টিকিট বিক্রিতেও ধাক্কা দেবে বলে আশা করা হচ্ছে। ভিজ্যুয়াল ড্রামা ভারতের বক্স অফিসে নতুন রেকর্ড ভাঙতে চলেছে। অবতার ২ ইতিমধ্যেই ভারতে ৪৭০ কোটি টাকা আয় করেছে, টিকিটের দাম কমানোর ফলে ছবিটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে বলে আশা।

advertisement

View More

শিলিগুড়ির মাটিগারার একটি মাল্টিপ্লেক্সের ম্যানেজার সায়ক পালের কথায়, সিনেমা যারা ভালবাসে মূলত তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত দেশের বেশিরভাগ মাল্টিপ্লেক্সে ৯৯ টাকায় সিনেমা দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। এমনকি 3D সিনেমাও ওই টাকায় উপভোগ করতে পারবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Cinema only 99 Rupees in Multiplex|| আজ মাত্র ৯৯ টাকায় সিনেমা দেখুন মাল্টিপ্লেক্সে! কোথায়, কোন সিনেমা দেখবেন? জানুন এখুনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল