তাই সিনেমা প্রেমীরা যে কোনও সিনেমা আজ মাত্র ৯৯ টাকায় উপভোগ করতে পারবেন। এর আগে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ২৩ সেপ্টেম্বর ৭৫ টাকায় টিকিটের প্রস্তাব দিয়েছিল জাতীয় সিনেমা দিবস পালন করার। কয়েক মাস পরে আবার এই সুযোগ সিনেমা প্রেমীদের জন্য। সিনেমা প্রেমীদের দিবসে সকলে রাজ্যগুলিতে বেশ কয়েকটি নতুন রিলিজ হওয়া সিনেমা দর্শকদের জন্য অপেক্ষা করছে। দিলখুস, প্রজাপতি, ডক্টর বকশি, অবতার- দ্য ওয়ে অফ ওয়াটার (3D), দৃশ্যম ২ দর্শকরা মাত্র ৯৯ টাকা মূল্যে দেখার সুযোগ পাবেন।
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের দারুণ মজা, চা-বাগানেই রাত্রিবাস নামমাত্র খরচে, গড়ে উঠেছে হোম স্টে
টিকিটের দাম কমে যাওয়া জেমস ক্যামেরনের 'অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার'-এর টিকিট বিক্রিতেও ধাক্কা দেবে বলে আশা করা হচ্ছে। ভিজ্যুয়াল ড্রামা ভারতের বক্স অফিসে নতুন রেকর্ড ভাঙতে চলেছে। অবতার ২ ইতিমধ্যেই ভারতে ৪৭০ কোটি টাকা আয় করেছে, টিকিটের দাম কমানোর ফলে ছবিটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে বলে আশা।
শিলিগুড়ির মাটিগারার একটি মাল্টিপ্লেক্সের ম্যানেজার সায়ক পালের কথায়, সিনেমা যারা ভালবাসে মূলত তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত দেশের বেশিরভাগ মাল্টিপ্লেক্সে ৯৯ টাকায় সিনেমা দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। এমনকি 3D সিনেমাও ওই টাকায় উপভোগ করতে পারবেন।
অনির্বাণ রায়