Jalpaiguri Tea Tourism|| পর্যটকদের দারুণ মজা, চা-বাগানেই রাত্রিবাস নামমাত্র খরচে, গড়ে উঠেছে হোম স্টে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Jalpaiguri Tea Tourism: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানগুলিতে হোম স্টে তৈরির প্রস্তাব রেখেছিলেন। এখন সেটাই বাস্তবায়িত হচ্ছে। ক্ষুদ্র চা চাষিদের নজর এখন চা বাগানের মধ্যে ভ্রমণদুয়ার খোলার।
জলপাইগুড়ি: ছোট্ট চা-বাগানের মধ্যে পর্যটকদের থাকার সুব্যবস্থা করছেন ক্ষুদ্র চা চাষিরা। জলপাইগুড়ি তথা ডুয়ার্সের বহু ছোট চা-বাগান রয়েছে। সেই চা বাগানের মধ্যে এখন দুটো বা তিনটে ঘর তৈরি করে সুন্দরভাবে পর্যটকদের থাকার ব্যবস্থা করছেন ক্ষুদ্র চা চাষিরা। ফলে একদিকে যেমন স্বল্প খরচের মধ্যে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে পর্যটকরা, অন্যদিকে হোম স্টে চা চাষিদের অর্থ উপার্জনের আরেকটি দিক খুলে দিচ্ছে।
চা বাগানে প্রকৃতির মাঝেই রাত কাটাতে পারবেন পর্যটকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানগুলিতে হোম স্টে তৈরির প্রস্তাব রেখেছিলেন। এখন সেটাই বাস্তবায়িত হচ্ছে। ক্ষুদ্র চা চাষিদের নজর এখন চা বাগানের মধ্যে ভ্রমণদুয়ার খোলার। সেই হোমস্টের মধ্যে খাবার সুব্যবস্থা থাকবে। শুধু তাই, তা হলে প্লাস্টিক মুক্ত। এই হোম স্টে-গুলিতে থাকলে কীভাবে চা তৈরি করা হয়, সেই বিষয়ে জানতে পারবে পর্যটকরা।
advertisement
আরও পড়ুনঃ অচেনা কারও হাতে আধার কার্ড দেননি তো? খুব সাবধান! হুগলির কাণ্ডে তোলপাড়
হোম স্টেকে বলা হচ্ছে 'টি প্ল্যান্টেশন হোম স্টে'। জলপাইগুড়িতে একশো'র বেশি ছোট, ক্ষুদ্র চা-বাগান রয়েছে। ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, মধ্যবিত্ত বাঙালির জন্য চা বাগানের মধ্যে হোম স্টে প্রকল্প। রাজ্যের পর্যটন দফতরের পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকারকে।
advertisement
advertisement
চা বাগানের মধ্যে শুধু চা গাছ নয়। আরও বিভিন্ন রকম গাছপালা রয়েছে। নারকেল এবং সুপারি, গোলমরিচ, তেজপাতা, চা বাগানের চারপাশ দিয়ে ছড়িয়ে রয়েছে। বিকেল হলেই বিভিন্ন ধরনের পাখির আনাগোনা হয় বাগানে। সেই সুন্দর পরিবেশ পর্যটকদের মুগ্ধ করবে। এক পর্যটক বলেন, "অপরূপ প্রাকৃতিক পরিবেশ। সবুজের মধ্যে থাকার আলাদা মজা। দু-রাত্রি থাকলাম। খুব ভাল লাগল। জানতে পারলাম চা বাগানের শ্রমিকদের বিষয়। কীভাবে তৈরি করা হয় চা পাতা, কতটা পরিশ্রম হয় চা পাতা তৈরির জন্য জানলাম।"
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 10:37 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri Tea Tourism|| পর্যটকদের দারুণ মজা, চা-বাগানেই রাত্রিবাস নামমাত্র খরচে, গড়ে উঠেছে হোম স্টে