শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বস্তির অনাথ শিশুদের নিয়ে এই প্রাক বসন্ত উৎসবের আয়োজন করে। ঢাকেশ্বরী কালী মন্দিরের পেছনের দিকে বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় রং খেলায় মেতে ওঠে এই অসহায় শিশুরা। পাঁচ বছর আগে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি পাঁচজন শিশুকে নিয়ে এই প্রাক বসন্ত উৎসব শুরু করেছিল। এবার তারা পঞ্চাশজনেরও বেশি শিশুর হাতে ভেষজ আবির, পিচকারি তুলে দেয়। সেই সঙ্গে এই দুঃস্থ শিশুদের জন্য দুপুরে ভরভেট খাবারেরও ব্যবস্থা ছিল।
advertisement
আরও পড়ুন: পলাশের রঙে পর্যটকদের নিশ্চিন্তে বুঁদ হতে দিতে চায় পুলিশ
সংস্থার সভাপতি রাকেশ দত্ত বলেন, "প্রতি বছরই আমরা এমন উৎসব পালন করে থাকি। তবে এবার একটু বড় করে করার চেষ্টা করেছি। অনাথ শিশুদের নিয়ে আমরা প্রাক বসন্ত উৎসব পালন করি। আগামীতে আরও বড় করে দোল উৎসব করার পরিকল্পনা আছে।" প্রথমবার রং খেলার আনন্দে সামিল হতে পেরে খুশি উৎসবে অংশগ্রহণ করা শিশুরাও।
অনির্বাণ রায়