TRENDING:

Siliguri News: অনাথ শিশুরা প্রথমবারে জন্য বসন্ত উৎসবের রঙে রাঙা হল

Last Updated:

ঢাকেশ্বরী কালী মন্দিরের পেছনের দিকে বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় রং খেলায় মেতে ওঠে এই অসহায় শিশুরা। পাঁচ বছর আগে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি পাঁচজন শিশুকে নিয়ে এই প্রাক বসন্ত উৎসব শুরু করেছিল। এবার তারা পঞ্চাশজনের‌ও বেশি শিশুর হাতে ভেষজ আবির, পিচকারি তুলে দেয়। সেই সঙ্গে এই দুঃস্থ শিশুদের জন্য দুপুরে ভরভেট খাবারেরও ব্যবস্থা ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: দোল পূর্ণিমা মানেই বাঙালির চিরকালীন বসন্ত উৎসব। রাত পোহালেই সেই বসন্ত উৎসব উপলক্ষে রঙের খেলায় মেতে উঠবে সকলে। কিন্তু অনাথ অসহায় পথ শিশুরা, যাদের কেউ নেই তাদের জীবনের আর রং কোথায়! ফলে বসন্ত উৎসব এলেও ওদের আর রং খেলা হয় না। তবে দুঃস্থ শিশুদের সেই আক্ষেপ ঘোচাতে এগিয়ে এল শিলিগুড়ির এক সেচ্ছাসেবী সংগঠন। দুঃস্থ পথশিশুদের নিয়ে তারা উদযাপন করল প্রাক বসন্ত উৎসব।
advertisement

শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বস্তির অনাথ শিশুদের নিয়ে এই প্রাক বসন্ত উৎসবের আয়োজন করে। ঢাকেশ্বরী কালী মন্দিরের পেছনের দিকে বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় রং খেলায় মেতে ওঠে এই অসহায় শিশুরা। পাঁচ বছর আগে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি পাঁচজন শিশুকে নিয়ে এই প্রাক বসন্ত উৎসব শুরু করেছিল। এবার তারা পঞ্চাশজনের‌ও বেশি শিশুর হাতে ভেষজ আবির, পিচকারি তুলে দেয়। সেই সঙ্গে এই দুঃস্থ শিশুদের জন্য দুপুরে ভরভেট খাবারেরও ব্যবস্থা ছিল।

advertisement

আরও পড়ুন: পলাশের রঙে পর্যটকদের নিশ্চিন্তে বুঁদ হতে দিতে চায় পুলিশ

সংস্থার সভাপতি রাকেশ দত্ত বলেন, "প্রতি বছরই আমরা এমন উৎসব পালন করে থাকি। তবে এবার একটু বড় করে করার চেষ্টা করেছি। অনাথ শিশুদের নিয়ে আমরা প্রাক বসন্ত উৎসব পালন করি। আগামীতে আরও বড় করে দোল উৎসব করার পরিকল্পনা আছে।" প্রথমবার রং খেলার আনন্দে সামিল হতে পেরে খুশি উৎসবে অংশগ্রহণ করা শিশুরাও।

advertisement

View More

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: অনাথ শিশুরা প্রথমবারে জন্য বসন্ত উৎসবের রঙে রাঙা হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল