Purulia News: পলাশের রঙে পর্যটকদের নিশ্চিন্তে বুঁদ হতে দিতে চায় পুলিশ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে।
পুরুলিয়া: রাত পোহালেই বসন্ত উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। শান্তিনিকেতনের মতোই পুরুলিয়ার বসন্ত উৎসবের টানে ছুটে আসেন বহু পর্যটক। দোলের দিন এক অনন্য সাজে সেজে ওঠে সুন্দরী পুরুলিয়া। বসন্ত উৎসব উপলক্ষে পুরুলিয়ার প্রতিটি পর্যটন কেন্দ্রেই পর্যটকের ঢল নামে। বেশিরভাগ পর্যটকই পলাশ ফুল সহযোগে পুরুলিয়ায় রং খেলায় মেতে ওঠেন। আর সেই উপলক্ষে জোরদার করা হয়েছে জেলার নিরাপত্তা ব্যবস্থা। যাতে মঙ্গলবার কোথাও কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।
দোলের দিন জেলায়জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা থাকবে তা পর্যালোচনা করতে ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্তারা একটি বৈঠক করেছেন। সেই সঙ্গে প্রতিটি থানার অফিসারদের নিয়েও আলাদা করে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। এই বিষয়ে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, পুরুলিয়ায় দোল উৎসবের পাশাপাশি পলাশ দেখতে বহু পর্যটক ভিড় জমান। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বেপরোয়া গতির বলি পুলিশ ভ্যানের চালক
advertisement
জেলা পুলিশ সূত্রে খবর, অযোধ্যা পাহাড় সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও যে সকল এলাকায় পলাশ গাছ রয়েছে সেখানেও জেলা পুলিশের পক্ষ থেকে কিছু অতিরিক্ত পুলিশি সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। পর্যটকদের জন্য পানীয় জলের পাউচের বন্দোবস্ত রাখা হয়েছে। বসন্ত ও পলাশ উৎসবে মোট ৩৩ টি পুলিশি সহায়তা কেন্দ্র কাজ করবে। পাশাপাশি নাকা তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 6:14 PM IST