TRENDING:

Siliguri News: পর্যটন ব্যবসায় আরও এগিয়ে আসুক মহিলারা! কর্মশালায় উঠে এল খুঁটিনাটি নানা বিষয়

Last Updated:

বহু মহিলা নিজস্ব উদ্যোগেই কোনও ব্যবসায় নেমে একটু একটু করে অগ্রগতির দিকে যাচ্ছেন। এমন মহিলাদেরই এদিনের কর্মশালায় ডাকা হয়েছিল শিলিগুড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মহিলা উদ্যোক্তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করতে শিলিগুড়িতে আয়োজিত হল একটি কর্মশালা। মহিলাদের আত্মনির্ভরতা, তাঁদের ব্যবসায় আরও অগ্রগতির লক্ষ্যে আমেরিকান কনসুলেটের উদ্যোগে শিলিগুড়িতে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উত্তরবঙ্গের মহিলা ক্ষুদ্র উদ্যোগপতিদের পাশাপাশি সিকিম এবং নেপালের মহিলা উদ্যোগপতিরা উপস্থিত ছিলেন। ব্যবসায় অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন মহিলা গোষ্ঠী নিজেদের সমস্যার কথা তুলে ধরেছে।
advertisement

শিলিগুড়িতে বহু মহিলা নিজস্ব উদ্যোগেই কোনও ব্যবসায় নেমে একটু একটু করে অগ্রগতির দিকে যাচ্ছেন। এমন মহিলাদেরই এদিনের কর্মশালায় ডাকা হয়েছিল। আমেরিকান কনসুলেটের (কলকাতা) স্বীকৃত ‘কন্ট্যাক্ট বেস’ নামে একটি বেসরকারি সংস্থা শিলিগুড়িতে মহিলা উদ্যোগপতিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে।

আরও পড়ুনঃ লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শিলিগুড়িতে শিল্পীদের নিয়ে কর্মশালা

উত্তরবঙ্গের শিলিগুড়ির পাশাপাশি সিকিম এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও মহিলা উদ্যোগপতিরা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। কী করে তারা নিজেদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে আলোচনা হয়।

advertisement

View More

নেপালের মহিলা উদ্যোগপতিদের সংগঠন ‘উইমেনস এন্ট্রেপ্রেনরশিপ অ্যাসোসিয়েশন অফ নেপালের’ সভানেত্রী সুশীলা সাপকোটা বললেন, “নেপালে প্রচুর কৃষিজপণ্য উৎপাদিত হয়। টমেটো থেকে শুরু করে আদা, কিউয়ি সহ অন্য সবজি প্রচুর হয়। এছাড়া, প্রচুর ঝাড়গাছ হয়। চা তো রয়েইছে।”

আরও পড়ুনঃ শিলিগুড়ি দার্জিলিং রুটে বাস চলাচলে সমস্যায় ছোট গাড়ির চালকেরা

তিনি আরও বলেন, “কিন্তু আমাদের ওখানে প্যাকেটজাত করা এবং ব্র্যান্ডিংয়ের সুযোগ না থাকায় সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে নেপালের সমস্ত সবজি এবং উৎপাদিত ফলই সড়কপথে শিলিগুড়িতে আসে। ফলে চাষিরা ফসলের দাম পান না। নেপালে সরকারিভাবেও উদ্যোগপতিদের সহযোগিতা করা, প্রশিক্ষণ দেওয়া, ঋণ পাইয়ে দেওয়ার মতো কোনও ব্যবস্থা নেই বললেই চলে। যার ফলে সেখানে আমাদের কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।”

advertisement

দার্জিলিংয়ের মহিলা উদ্যোগপতি প্রশংসা গুরুং একটি পরিষেবা প্রদানকারী সংস্থা চালান। করোনা সংকটের সময় থেকেই তিনি দার্জিলিংয়ে মানুষের সাহায্যে এই কাজ শুরু করেন।

আরও পড়ুনঃ কাঁচের বোতলের ভেতর সবুজের বাগান! অ্যাকোরিয়াম নয়, ঘর সাজান টেরেরিয়াম দিয়ে, কীভাবে বানাবেন? জানুন

প্রথমে মানুষের ঘরে ঘরে কখনও বিনামূল্যে, কখনও আবার স্বল্প দামে খাবার পৌঁছে দেওয়ার কাজ করেছেন তিনি। ধীরে ধীরে এটাকেই ব্যবসার রূপ দেওয়ার চেষ্টা করেন। শুধু খাবার সরবরাহই নয়, বর্তমানে তাঁর সংস্থা হোটেল বুকিং থেকে শুরু করে অনেক রকম পরিষেবাই দিচ্ছে।

advertisement

যার জেরে দার্জিলিংয়ের সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকরাও উপকৃত হচ্ছেন। এখন প্রশংসার সংস্থায় বেশ কয়েকজন কর্মরত। ব্যবসা আরও বাড়াতে তিনি উদ্যোক্তাদের সহযোগিতা চান।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পর্যটন ব্যবসায় আরও এগিয়ে আসুক মহিলারা! কর্মশালায় উঠে এল খুঁটিনাটি নানা বিষয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল