Siliguri News: শিলিগুড়ি দার্জিলিং রুটে বাস চলাচলে সমস্যায় ছোট গাড়ির চালকেরা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাস চলাচল করায় রোহিণী রোডে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে বহু পর্যটকদের।
শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে দার্জিলিং এর মধ্যে বাস চলাচল করায় সমস্যায় পড়ছে ছোটো গাড়ি চালকরা। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে তরাই চালক সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করে এ কথাই জানালেন সংগঠনের সদস্যরা। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাস চলাচল করায় রোহিণী রোডে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে বহু পর্যটকদের। এমনই অভিযোগ তুলে আগামী ২১ শে আগস্ট শিলিগুড়ির মহকুমা শাসককে স্মারকলিপি দেবে তরাই চালক সংগঠন।
প্রসঙ্গত, বেশিরভাগ পর্যটকরা পাহাড়ে ঘোরার সময় ছোট গাড়ি ব্যবহার করাই স্বাচ্ছন্দ অনুভব করেন। পাহাড়ে ঘুরতে যাওয়ার পথে টাটা সুমো বা ইনোভা গাড়ি বেশি পছন্দ পর্যটকদের। শিলিগুড়ি দার্জিলিং রুটে প্রায় ৫০০ ছোট গাড়ি চলাচল করে। ফলে এই রাস্তায় এমনিতেই যানজটের সমস্যা লেগেই রয়েছে।
আরও পড়ুন ঃ লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শিলিগুড়িতে শিল্পীদের নিয়ে কর্মশালা
তাই তাদের দাবি বড় বাস চলাচল করলে রোহিনী রুট ব্যবহার না করে জাতীয় সড়ক দিয়েই চলাচল করুক। তাতে অনেক সমস্যার সমাধান হবে।তাদের দাবি, জাতীয় সড়কের ওপর অনেক গ্রাম রয়েছে। তারা বাসের সুবিধাটা পাবে। আর ছোট গাড়ি যেহেতু পর্যটকরা বেশি ব্যবহার করেন। তাই তাদের জন্য শুধু রোহিণীর রাস্তা ব্যয়ভার করতে দেওয়া হোক।
advertisement
advertisement
এদিন সংগঠনের তরফ থেকে বলা হয়, “বাস চলাচল করুক তবে তা ৫৫ নং জাতীয় সড়ক দিয়ে। এদিন সংগঠনের তরফে আরো বলা হয় আগামী ২১ তারিখ একটি মিছিল করে শিলিগুড়ির মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়ার পর দাগাপুর এলাকার একটি ভবনে সভা করা হবে। এই সভা থেকে ঠিক করা হবে সংগঠনের আগামী দিনের কর্মসূচি। এভাবে আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে বলে আমরা আশাবাদী।”
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 8:25 PM IST