TRENDING:

Siliguri News: প্রকৃতির মাঝেই নদীর পাড়ে মহড়া কক্ষ বানিয়ে নাট্যচর্চায় শিল্পীরা

Last Updated:

সকাল সকাল কচিকাঁচারা মিলে সব নদীর পাড়েই নাট্য চর্চায় ব্যস্ত থাকে প্রতিদিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মনের ইচ্ছা থাকলে যে কোন কিছুতেই বাধা হয় না তা দেখিয়ে দিল একদল কিশোর কিশোরী। একটা নাট্যদল তৈরি করতে হলে বা একটা নাটক তৈরি করতে হলে তার একটা পরিসর দরকার, রিহার্সালের জায়গা দরকার। সেই রিহার্সালের জায়গাটুকুও নেই। তাতে কি হয়েছে। মনের ইচ্ছে তো আছে। মাথার ওপরে আকাশ রয়েছে। প্রকৃতি রয়েছে। তাই প্রকৃতিকেই নাট্যচর্চার মহড়া কক্ষ বানিয়ে সেখানেই চলছে মহড়া।
advertisement

সকাল সকাল কচিকাঁচারা মিলে সব নদীর পাড়েই নাট্য চর্চায় ব্যস্ত থাকে প্রতিদিন। "শিলিগুড়ি অনসম্বল" বলে এই দলটি ২০১৬ থেকে নাট্য চর্চা করে আসছে। শিলিগুড়ি কয়েকজন যুবক মিলে এই প্রতিষ্ঠানটি তৈরি করেছিল। বহুদিন ধরেই তারা নানান রকম পথনাটক, মঞ্চের নাটক সহ সামাজিক কার্যকলাপ ও করে আসছে। তবে নাটক করার জন্য মহড়া কক্ষ জোটেনি তাদের কপালে। নাটকের মহড়া কক্ষের অভাব, তাই সাহু নদীর পাড়েই নাট্যচর্চা করে শিল্পচর্চার বাঁচিয়ে রাখছে এই কিশোর কিশোরীরা।

advertisement

আরও পড়ুন: বাড়িতে সিবিআই, পুকুরে মোবাইল ফেলে দিলেন তৃণমূল বিধায়ক! বড়ঞায় বিরাট নাটক

আরও পড়ুনঃ নববর্ষের সকালে তৃণমূল নেতা-নেত্রীর মুখে এ কেমন কথা! তোলপাড় বাংলা, ব্যাপক চর্চা শুরু

View More

দলের কর্ণধার তথা প্রশিক্ষক কৌশিক সেনের কথায়, "মনে ইচ্ছে থাকলে এবং কিছু করার তাগিদ থাকলে কোন কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। আমরা যখন শুরু করেছিলাম তখন বিভিন্ন জায়গায় রিহার্সাল করতাম কিন্তু সেখানে নানান রকম সমস্যা দেখা দেওয়ায় আমরা প্রকৃতিকেই বেছে নিই। নদীর পারে সকাল, বিকেল সবার সময় অনুযায়ী এখানেই নাট্য চর্চা করি।"

advertisement

নদীর পাড়ে এই নাট্য চর্চার ক্লাস শুরু হওয়ার পর পর আশেপাশের গ্রাম থেকেও নাটকের জন্য কচিকাঁচারা আসতে শুরু করেছে তাতে খানিকটা খুশি বটে দলের সদস্যরা। ঈপ্সিতা চক্রবর্তী বলে এক নাট্য শিল্পী জানান, "চার দেওয়ালের মধ্যে রিহার্সালের থেকে প্রকৃতির মাঝে আমাদের এই নাট্যচর্চা সত্যি খুব ভালো লাগে।" এই সাহু নদীর পাড়ে তারা যোগ ব্যায়াম থেকে শুরু করে নাটকের মহড়া, গানের চর্চা করে থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: প্রকৃতির মাঝেই নদীর পাড়ে মহড়া কক্ষ বানিয়ে নাট্যচর্চায় শিল্পীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল