আরও পড়ুন: টানা বৃষ্টিতে রাস্তা ছাপিয়ে জল ঢুকে পড়েছে দোকানে, রাজ্য সড়ক অবরোধ ব্যবসায়ীদের
সূত্রের খবর, শিলিগুড়ি পুরনিগমের প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছেন ফিরহাদ হাকিম। জানা গিয়েছে এই লক্ষ্যে দুর্গাপুজোর পর সমীক্ষার কাজ শুরু হবে। প্রসঙ্গত, ১৯৯৪ সালে ওয়ার্ড পুনর্বিন্যাসের পর শিলিগুড়িতে এখন ৪৭টি ওয়ার্ড আছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মাটিগাড়ার একটা অংশ, শালবাড়ি, ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা, ফুলবাড়ি-১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে বর্ধিত শিলিগুড়ি পুরনিগম গঠন হবে।
advertisement
এই মুহূর্তে মাটিগাড়া, শালবাড়ি কিংবা ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হলেও মূলত এলাকাগুলি শহরের বর্ধিত অংশ হয়ে উঠেছে। জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ওই এলাকাগুলির বাসিন্দারা যাবতীয় পরিষেবার জন্য শহরের উপরই নির্ভরশীল। এই প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, পুরনিগমগতভাবে আমাদের কিছু পরিকল্পনা আছে। মুখ্যমন্ত্রীও এই এলাকা দিয়ে যাতায়াত করেন। যার ফলে তিনি বিষয়গুলি জানেন। সংলগ্ন এলাকাগুলি নিয়ে শহরটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এরপর সরকার কী বলে সেটাও আমরা দেখব। পুরমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমাদের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মন্ত্রী। গৌতম দের এও জানিয়েছেন এই প্রস্তাব বাস্তবায়িত হলে শিলিগুড়ির ওয়ার্ড সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
অনির্বাণ রায়