Murshidabad News: টানা বৃষ্টিতে রাস্তা ছাপিয়ে জল ঢুকে পড়েছে দোকানে, রাজ্য সড়ক অবরোধ ব্যবসায়ীদের

Last Updated:

ড্রেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় বৃষ্টি হতেই জল ঢুকে পড়েছে দোকানে। ফলে মাথায় হাত ব্যবসায়ীদের। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা

মুর্শিদাবাদ: মাঝপথেই হাইড্রেনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। তার ফলে বৃষ্টি হতেই জলমগ্ন গোটা রাস্তা। এর প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ায়। মঙ্গলবার ধনিরামপুর থেকে ডোমকল রাজ্য সড়কের উপর সাগরপাড়া থানার দেবীপুর বাজার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
দেবীপুর বাজারে রাস্তায় জল জমার সমস্যা ছিল দীর্ঘদিনের। সেই সমস্যার সমাধানের জন্য সরকারি উদ্যোগে রাস্তার পাশ দিয়ে ড্রেন তৈরির কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু মানুষ ড্রেন তৈরিতে বাঁধা দেন। এর ফলে মাঝপথে ড্রেন তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এতে সমস্যা কমার বদলে আরও বেড়ে যায়। গত তিনদিনের একটানা বৃষ্টির ফলে গোটা রাস্তা জলের তলায় চলে যায়। আশেপাশের দোকানেও জল ঢুকে পড়েছে। ফলে বেচাকেনা লাটে ওঠার জোগাড়। এই সমস্যার জন্য দেবীপুর বাজার কমিটি জলঙ্গির বিডিও ও দেবীপুর পঞ্চায়েত অফিসে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েছে। কিন্তু তাতে কোন‌ও সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে এদিন রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করেন দেবীপুর বাজার কমিটির সদস্যরা।
advertisement
advertisement
অবরোধকারীরা দাবি তোলেন যত দ্রুত সম্ভব অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করতে হবে। এদিকে পথ অবরোধের ফলে ধনিরামপুর থেকে ডোমকল রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সারি সারি বাস, লরি সহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওসি নিজে উদ্যোগ নিয়ে বাজার কমিটির একজন সদস্যকে সঙ্গে করে জলঙ্গির বিডিওর সঙ্গে আলোচনা করেন। সেখানে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস মেলায় অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: টানা বৃষ্টিতে রাস্তা ছাপিয়ে জল ঢুকে পড়েছে দোকানে, রাজ্য সড়ক অবরোধ ব্যবসায়ীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement