TRENDING:

Kalimpong News: কালিম্পঙে গড়ে উঠবে উত্তরবঙ্গের প্রথম হকি স্টেডিয়াম

Last Updated:

ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রির নেতৃত্বে কালিম্পঙে গড়ে উঠতে চলেছে উত্তরবঙ্গের প্রথম হকি স্টেডিয়াম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রথম হকি স্টেডিয়াম হবে কালিম্পঙে। জিটিএর সহযোগিতায় ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক তথা পাহাড়ের গর্ব ভরত ছেত্রি এই হকি স্টেডিয়ামটি তৈরি করবেন। ফলে আগামী দিনে পাহাড় তথা উত্তরবঙ্গ থেকে আরও অনেক হকি খেলোয়ার আন্তর্জাতিক মঞ্চে উঠে আসতে পারে বলে বিশেষজ্ঞদের আশা
advertisement

খেলাধুলোর দিকে পাহাড় বরাবরই এগিয়ে। এই পাহাড়েরই ভূমিপুত্র ভরত ছেত্রি। তিনি দীর্ঘদিন ভারতীয় হকি দলের এক নম্বর গোলকিপার ছিলেন। এবার তাঁর উদ্যোগেই হকি স্টেডিয়াম গড়ে উঠতে চলেছে কালিম্পঙে। এই স্টেডিয়াম তৈরি হলে পাহাড় সহ গোটা উত্তরবঙ্গেই খেলাধুলোর ক্ষেত্রে আলাদা মাত্রা তৈরি হবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। এই স্টেডিয়াম তৈরি হলে পাহাড়বাসীর মধ্যে হকি নিয়ে উৎসাহ আরও বাড়বে বলে আসা। জানা গিয়েছে হকি স্টেডিয়ামটি তৈরি হতে ৮-৯ মাস সময় লাগবে। এখানে একটি হকি অ্যাকাডেমিও তৈরি হবে, যার প্রশিক্ষকের ভূমিকায় থাকবেন ভরত ছেত্রি।

advertisement

আরও পড়ুন: অর্ধশতক পুরনো স্কুলে বাউন্ডারি ওয়াল তৈরির সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা

সম্প্রতি, কালিম্পং থেকে ১৬ মাইল দূরে হকি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জিটিএ প্রধান অনিত থাপা। শুধু পাহাড় নয়, গোটা উত্তরবঙ্গের প্রথম হকি স্টেডিয়াম হতে চলেছে এটি। স্টেডিয়ামের পাশাপাশি অ্যাকাডেমি খোলার উদ্যোগও নেওয়া হয়েছে। যার নামকরণ করা হবে কালিম্পংয়ের ছেলে বর্তমানে শিলিগুড়ির শালবাড়ির বাসিন্দা ভারতীয় পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক ও গোলরক্ষক ভরত ছেত্রির নামে।

advertisement

View More

স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জিটিএ প্রধান অনিত থাপা বলেন, যে হকি স্টেডিয়ামটি তৈরি করা হবে তা শুধু জিটিএ অঞ্চলই নয়, উত্তরবঙ্গেও প্রথম। এখানে যে হকি অ্যাকাডেমি তৈরি হবে তা গোর্খা গৌরব ভারত ছেত্রির নামে চলবে। এই অ্যাকাডেমির নাম হবে ‘ভরত ছেত্রি হকি অ্যাকাডেমি’। তিনি আরও বলেন, এখানকার ছেলেমেয়েরা হকি নিয়ে বেশ উৎসাহী। অথচ খেলার জন্য মাঠ নেই। আপনারা জানেন যে কালিম্পং থেকে উঠে আসা ভরত ভারতীয় হকি দলের হকি ক্যাপ্টেন হয়েছিলেন। তিনি স্টেডিয়াম তৈরিতে আগ্রহ প্রকাশ করেছেন, নিজের জমি দিয়েছেন। কোচিং করানোর আগ্রহ রয়েছে তাঁর। আশা করি ৮-৯ মাসের মধ্যে স্টেডিয়াম তৈরি হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Kalimpong News: কালিম্পঙে গড়ে উঠবে উত্তরবঙ্গের প্রথম হকি স্টেডিয়াম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল