Dakshin Dinajpur News: অর্ধশতক পুরনো স্কুলে বাউন্ডারি ওয়াল তৈরির সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা

Last Updated:

অর্ধশতক পুরনো নালন্দা বিদ্যাপীঠের বাউন্ডারি ওয়াল তৈরির জন্য অর্থ বরাদ্দ হওয়ায় খুশি পড়ুয়ারা

+
title=

দক্ষিণ দিনাজপুর: অর্ধশতক পেরিয়েছে স্কুলের বয়স। কিন্তু জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত স্কুলের কোনও সীমানা প্রাচীর ছিল না। এই অবস্থাতেই স্কুলের পঠন পাঠন চলছিল। ফলে বহুবার ছাত্র-ছাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল। বালুরঘাটের এই নালন্দা বিদ্যাপীঠ আসলে কো-এডুকেশন স্কুল। শিক্ষা দফতরের নিয়মেই আছে কো-এডুকেশন স্কুলগুলোকে বাউন্ডারি ওয়ালের মধ্যে রাখতে হবে। যদিও এতদিন তা হয়নি। তবে অবশেষে পরিস্থিতি বদলাতে চলেছে। স্কুলের মূল ফটক এবং বাউন্ডারি ওয়াল তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছে।
অবশেষে শিক্ষা দফতরের তরফে ইনোভেটিভ বাংলা প্রকল্পের মাধ্যমে বালুরঘাটের এই পরিচিত স্কুলটির মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। নালন্দা বিদ্যাপীঠে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন হয়। একই চত্বরে উত্তমাশা বিদ্যানিকেতন ও উত্তমাশা নার্সারি স্কুল অবস্থিত। সেখানেই আছে ঐতিহ্যবাহী উত্তমাশা ক্লাব। এই স্কুলে সীমানা প্রাচীর দিলে সমস্তটাই সুরক্ষার আওতায় চলে আসবে।
advertisement
advertisement
এদিন নালন্দা বিদ্যাপীঠের পরিচালন কমিটির সভাপতি তথা বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র ও উত্তমাশা ক্লাবের সভাপতি রঞ্জিত সাহা এই কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। এই বিষয়ে স্কুলের পরিচালন কমিটির সভাপতি অশোক কুমার মিত্র বলেন, শহরের মধ্যে একটি ঐতিহ্যবাহী স্কুল নালন্দা বিদ্যাপীঠ। এই স্কুলটি কো-এড স্কুল হওয়া সত্ত্বেও এখানে সীমানা প্রাচীর ছিল না। ফলে পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছিল। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৌমিত দাস বলেন, এই সীমানা প্রাচীর ও মূল ফটক তৈরি হলেই স্কুল আর নিরাপদ হয়ে উঠবে। এদিকে বাউন্ডারি ওয়াল তৈরির সিদ্ধান্তে খুশি বালুরঘাটের এই স্কুলের পড়ুয়ারা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Dakshin Dinajpur News: অর্ধশতক পুরনো স্কুলে বাউন্ডারি ওয়াল তৈরির সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement