সেই কারণেই এই বিশাল সংখ্যক মাটির উনুন তৈরির কাজের বরাত পান তাঁরা। শহরে বসবাসকারী প্রায় কয়েক হাজার হিন্দিভাষী এদিন সূর্যদেবতার পুজো করেন। আর এই পুজোয় দেবতাকে নিবেদন করা প্রসাদ নতুন মাটির উনুনে প্রস্তুত করাই রীতি। শুধু তাই নয়, নিয়ম অনুসারে যারা এই মাটির উনুন প্রস্তুত করেন তাঁরা এক মাস কোনও আমিষ খাবার এমনকী পেঁয়াজ রসুনও খাওয়া চলে না।
advertisement
আরও পড়ুনঃ ভাইফোঁটাতে বাজারে বেড়েছে ফিউশন মিষ্টির চাহিদা!
আর নিয়ম মেনেই বর্ধমান রোডের ব্যবসায়ীরা উনুন বানিয়ে আসছে। এক একটি মাটির উনুনের দাম ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে। তবে এইসব মাটির উনুন তাঁরা বিক্রি করেন কোনওরকম ব্যবসায়িক স্বার্থে নয়, বরং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেই তাঁরা এই মাটির উনুন তৈরি করেন। শুধু তাই নয়, উনুনের দাম নিয়েও তারা কোনওরকম দরাদরি করেন না।
আরও পড়ুনঃ সাংস্কৃতিক অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে ক্যান্সার আক্রান্তদের পাশে রাজগঞ্জের ইয়ংস্টার ক্লাব
গত দু'বছর করোনার কারণে সেভাবে ব্যবসা হয়ে ওঠেনি তবে এ বছর ছট মাতার আশীর্বাদে তাদের ব্যবসা ভালো হবে বলে আশাবাদী বলে জানালেন বর্ধমান রোডের ব্যবসায়ীর মমতা সাহানি। উনুন কিনতে এসে এক ক্রেতা জানান যে গত বছরের তুলনায় দামটা অনেকটাই বেশি। প্রায় ২০০ থেকে ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে উনুন।
Anirban Roy