Siliguri News: সাংস্কৃতিক অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে ক্যান্সার আক্রান্তদের পাশে রাজগঞ্জের ইয়ংস্টার ক্লাব

Last Updated:

কালীপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে এলাকার ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজগঞ্জের পাগলারহাট ইয়ং স্টার ক্লাব। জানা গিয়েছে, কালী পুজো উপলক্ষে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা পাগলারহাট ইয়ং স্টার ক্লাবের তরফে প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যান্সার আক্রান্তদের পাশে
ক্যান্সার আক্রান্তদের পাশে
#রাজগঞ্জ : কালীপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে এলাকার ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজগঞ্জের পাগলারহাট ইয়ং স্টার ক্লাব। জানা গিয়েছে, কালী পুজো উপলক্ষে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা পাগলারহাট ইয়ং স্টার ক্লাবের তরফে প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবছর সেই অনুষ্ঠানের খরচ কমিয়ে সেই অর্থ এলাকার ৯ জন ক্যান্সার আক্রান্ত ও ১ জন কিডনির রোগে আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্যে তুলে দেওয়া হয়।
২০১৮-র সালের পরিসংখ্যান নিয়ে হূ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে শুধু ওই বছরেই নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন প্রায় ১২ লক্ষ ভারতীয়, মৃত্যু হয়েছে প্রায় ৮ লক্ষের। এবং পাঁচ বছর ধরে ক্যানসারে ভুগছেন প্রায় ২৩ লক্ষ। শুধু ভারত নয়, গোটা বিশ্বের ক্যানসার পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে আশঙ্কাজনক হারে বাড়বে ক্যান্সার আক্রান্তের সংখ্যা।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলিতে রংবেরঙের আলপনা নিয়ে পসরা সাজিয়েছেন ভিন রাজ্যের যুবকেরা
২০২৫ সালের মধ্যে দেশে বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। আইসিএমআর-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে দেশে মোট ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৯০ হাজার। এই বিষয়ে ক্লাবের সদস্যরা জানান, প্রতিবছর কালী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।এবছর অনুষ্ঠানের খরচ কমিয়ে এলাকার দুঃস্থ অসহায় ১০ জনকে তিন হাজার পাঁচশো টাকা করে দেওয়া হল। অসহায়দের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।আগামীতেও আরও বেশী করে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে বলে জানান তারা।
advertisement
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: সাংস্কৃতিক অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে ক্যান্সার আক্রান্তদের পাশে রাজগঞ্জের ইয়ংস্টার ক্লাব
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement