শিলিগুড়ি শিল্পী হাটে হস্তশিল্প মেলা শুরু হয়েছে, সেই মেলায় অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিঠুনের পাটকাঠি দিয়ে তৈরি দুর্গা। দাম রেখেছেন মাত্র সাত হাজার টাকা। একইসঙ্গে জগন্নাথের মূর্তি, সরস্বতীর মূর্তি, মা কালীর মূর্তি বানিয়ে ফেলেছেন পাটকাঠি দিয়ে। দেশলাই কাঠি দিয়েও তিনি ছোট্ট দুর্গা বানিয়েছে। মেলায় ঘুরতে আসা ভ্রমণার্থীরা বার বার তার এই দোকান ঘুরে যাচ্ছেন। এত নিখুঁত কাজ না দেখলে বিশ্বাস করা যায় না। এই প্রথমবার হস্তশিল্প মেলায় এসেছেন মিঠুন। মিঠুনের কাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিলেন সকলে।
advertisement
আরও পড়ুন : দৈর্ঘ্য ৭ ইঞ্চি, ওজন ৬৫০ গ্রাম, ডুয়ার্সে বেড়াতে এই চমচম খেতে ভুলবেন না, জানুন কোন দোকান
শিল্পী মিঠুন মন্ডল জানান, "আমি এই প্রথমবার এই মেলায় এসেছি। আমার কাজ লোকে দেখুক, লোকে একটু জানুক-এই জন্যই আমার এই মেলায় আসা। এখনো পর্যন্ত ভীষণ ভাল রেসপন্স রয়েছে। এই সমস্ত জিনিসগুলির মূল্য ১০০০ থেকে শুরু করে ৭ হাজার পর্যন্ত রয়েছে। মেলায় ঘুরতে আসা কণা চন্দ্র জানান, "পাটকাঠি দিয়ে দুর্গা এত ভাবাই যায় না।এত নিখুঁত কাজ শিল্পীদের সত্যিই অবাক করে দেওয়ার মতো। তবে নিখুঁত কাজের মূল্য কি তাঁরা আদৌ পাচ্ছে! শিল্পীদের দিকটা সকলের একটু ভাবা উচিত।"