TRENDING:

Madhyamik Examination Results 2023: দুর্ঘটনায় হারিয়েছে দুই হাত, মনোবলকে সঙ্গী করে মাধ্যমিকে সফল বিশ্বজিৎ

Last Updated:

Madhyamik Examination Results 2023: মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন জীবন যুদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেল সে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনির্বাণ রায়, শিলিগুড়ি : দুর্ঘটনার কবলে পড়ে হাত হারানো পরেও নিজের জেদ এবং অদম্য শক্তির জোরে মাধ্যমিক পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন বিশ্বজিৎ। মনের জোর থাকলে যে সব সম্ভব, সেটা করে দেখাল এই ছেলেটি। যার ফলে খুশি তার বাবা মা-সহ পাড়া প্রতিবেশীরা। প্রসঙ্গত, একটি দুর্ঘটনায় দুটো হাত বাদ পড়ে এই মাধ্যমিক পরীক্ষার্থীর । তবে মনের জেদে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল বিশ্বজিৎ সিদ্ধা । রাইটার নিয়ে পরীক্ষায় বসেছিল সে। মনের মধ্যে ভয় থাকলেও সফল ভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিশ্বজিৎ।
advertisement

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

শিলিগুড়ি পুরকর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক বি-এর বাসিন্দা বিশ্বজিৎ সিদ্ধা। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন জীবন যুদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেল সে। সমস্ত বাধা পেরিয়ে আগামীতে এগিয়ে চলার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ বিশ্বজিৎ। আগামী কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে শিক্ষকতা করার ইচ্ছে রয়েছে তার।

advertisement

View More

তবে এখনই বেশি কিছু চিন্তা করতে নারাজ সে। আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরও ভাল ফল করার আশা নিয়েই এগোচ্ছে সে। তবে আর্থিক সমস্যা থেকে রেহাই পাওয়া হচ্ছে না। তাই সকলের কাছে একটু সাহায্যের আর্জি জানায় বিশ্বজিৎ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার সময় সমাজসেবী গৌতম গোস্বামী এগিয়ে এসেছিলেন। পরীক্ষা দিতে যাওয়ার সমস্ত ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন। এদিন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর শুনে ছুটে এসে মিষ্টিমুখ করান বিশ্বজিৎকে। সঙ্গে একটি গাছ উপহার দেন তাকে। গৌতম বাবু বলেন, “আগামীতে বিশ্বজিতের পড়াশোনার ক্ষেত্রে যা যা যাবতীয় প্রয়োজন হবে সমস্ত খরচ বহন করব।সত্যি এটা খুব গর্বের। এই ছেলেটি যেভাবে এগিয়ে চলছে তা সত্যি শিক্ষণীয়।” অন্যদিকে বিশ্বজিৎ বলেন, “আমি আগামীতে আরও ভাল ভাবে পড়াশোনা করে এগিয়ে যেতে চাই। তবে আর্থিক দিক দিয়ে একটু সকলে সাহায্য করলে আমি খুবই উপকৃত হব।”

advertisement

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Madhyamik Examination Results 2023: দুর্ঘটনায় হারিয়েছে দুই হাত, মনোবলকে সঙ্গী করে মাধ্যমিকে সফল বিশ্বজিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল