শীত পড়তেই বাতাসে শুষ্কতার পরিমাণ বেড়ে যায় যে কারণে রাস্তাঘাটে ধূলিকণা উড়ে বেড়ায়। এই ধূলিকণার কারণে নানা রকম রোগ ব্যাধি দেখা দেয় মানুষের মধ্যে। তাই ধূলিকণা রোধ করতে এবং নিয়ন্ত্রণে রাখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বোর্ড সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও মোটর চালিত জল সিঞ্চন গাড়ি চালানো শুরু করল । প্রাথমিকভাবে একটি গাড়ির দিয়ে শুরু করা হলো পরবর্তীতে আরও তিনটি গাড়ি অর্থাৎ মোট চারটি গাড়ি চালানো হবে গোটা শহরজুড়ে।
advertisement
আরও পড়ুন: গজলডোবা না ডাল লেক? এবার শিকারা ভ্রমণ হাতের মুঠোয়, জানুন
এই মোটর চালিত জল সিঞ্চন গাড়ি উদ্বোধন করতে এসে মেয়র গৌতম দেব বলেন, "শীতকালে শহরে যেভাবে ধূলিকণা উড়ে বেড়ায় তা নিয়ন্ত্রণে রাখতে এই গাড়ির প্রয়োজন ছিলো। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বোর্ড দুটো আর আমরা পুরনিগম থেকে আরও দুটো গাড়ি চালাবো। যদি চারটে গাড়ি সময় ভাগ করে বিভিন্ন রুটে সকাল-বিকেল চালানো যায় তাহলে শহরের ধুলিকণা নিয়ন্ত্রণে থাকবে।"
আরও পড়ুন: জাঁকিয়ে শীত কবে থেকে? রাজ্যে হিমেল আমেজের দারুণ আপডেট আবহাওয়া দফতরের, জানুন
এছাড়াও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শিলিগুড়ি শাখার অধিকর্তা গৌতম কুমার পাল মহাশয় জানান জাতীয় সবুজ আদালতের আদেশ অনুসারে মোটর চালিত জল ছেটানোর গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করছি। এর মাধ্যমে আমরা গোটা শিলিগুড়ি শহরের ধূলিকণা নিয়ন্ত্রণে আনতে পারব বলে আমাদের মনে হয়। আগামী ছয় মাস পর্যন্ত এই গাড়িটি শিলিগুড়ি রাস্তায় চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
অনির্বাণ রায়