সেই সময় একটি চার চাকা কালো কাচ গাড়িকে থামাতে বললে, গাড়িটি পালিয়ে যেতে চায়। গাড়িটি পালিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয় । তারপর গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি করতেই গাড়ি থেকে একটি ৯ এম এমপিস্তল পাওয়া যায়, গাড়িতে থাকা দু'জনকে তৎক্ষণাৎ আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাড়ির পুলিশ গ্রেফতার করে ।
আরও পড়ুন: লক্ষ্মী ঠাকুরের মন্দিরে রাতের অন্ধকারে ঘটল বিরল ঘটনা! সিসিটিভি ফুটেজ চমকে দেবে!
advertisement
জানা গিয়েছে ধৃত দু,জন আকাশ দে ও শের আলি বাড়ি ডালখোলা, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, ধৃতদের রিমান্ডে আনার জন্য আবেদন করবে । ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।পিস্তলটি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
অনির্বাণ রায়
Location :
First Published :
December 02, 2022 5:52 PM IST