বৃহস্পতিবার সকালে ওনাদের এক আত্মীয় বাড়িটি দেখতে গেলে বিষয়টি নজরে আসে তাঁর। জানা গিয়েছে, সম্প্রতি চিকিৎসার কারণে তারা বাড়িতে ছিল না। সেই সুযোগ নিয়ে চোর বাড়ি ঢুকে সমস্ত জিনিস ওলটপালট করে সোনা, নগদ টাকা-সহ আরও অনেক কিছু নিয়ে চলে গিয়েছে চোরের দল।
আরও পড়ুন: ঢেলে সাজানো হচ্ছে টাকি! নতুন পরিকল্পনা রাজ্য সরকারের
advertisement
সকালে প্রাক্তন পুলিশ কর্মীর বৌমা বাড়িতে এসে দেখেন আলমারি ভাঙ্গা, সমস্ত ঘরের জিনিস ওলটপালট। এরপরই ঘটনার খবর দেওয়া হয় এনজেপি থানায়।
আরও পড়ুন: শালুগড়ার ইওয়াম মঠে ভিড় বাড়ছে পর্যটকদের! আপনিও তরীবাড়ির এই বৌদ্ধ গুম্ফা থেকে ঘুরে আসতে পারেন
তিনি জানান, এলাকাটা একেবারে নিরিবিলি পাশাপাশি বেড়েছে আশেপাশে চোরের আড্ডা। পুলিশকে বলা হলেও এ বিষয়ে তারা নজর দেয়নি। খুব সম্ভবত ওরাই এসে এই চুরির কান্ডটি ঘটিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অনির্বাণ রায়






