North 24 Parganas News: ঢেলে সাজানো হচ্ছে টাকি! নতুন পরিকল্পনা রাজ্য সরকারের
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটনের নতুন ডেস্টিনেশন। ডিপ ফরেস্ট হরিনালয়, ট্রি হাউস থেকে ওয়াটার স্পোর্টস, সরকারি রিসর্ট নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
বসিরহাট: ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটনের নতুন ডেস্টিনেশন। ডিপ ফরেস্ট হরিনালয়, ট্রি হাউস থেকে ওয়াটার স্পোর্টস, সরকারি রিসর্ট নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকি পর্যটনের নয়া দিগন্ত। ইতিমধ্যেই টাকি ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে পর্যটনের মানচিত্রে জায়গা করে নিয়েছে।
পর্যটনকে আরও আধুনিকরণ ও উন্নত করতে এগিয়ে এসেছে রাজ্য সরকারও। ২০২২ সালের ৩০ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সফরে এসে সুন্দরবনকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও বেশি সুন্দর করে সাজাতে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন।
আরও পড়ুন: শালুগড়ার ইওয়াম মঠে ভিড় বাড়ছে পর্যটকদের! আপনিও তরীবাড়ির এই বৌদ্ধ গুম্ফা থেকে ঘুরে আসতে পারেন
advertisement
advertisement
এবার বাস্তবরূপ দিতে রাজ্য পর্যটন কেন্দ্রের সচিব নন্দিনী চক্রবর্তী, উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎকুমার দ্বিবেদী, উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক প্রীতি গোয়েল, বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এদিন টাকি পর্যটনের বিভিন্ন জায়গাগুলো খতিয়ে দেখেন। তার মধ্যে মিনি সুন্দরবনের পাশাপাশি ইছামতি নদীর ঘাট লাগোয়া প্রাচীন রাজবাড়ী ঘুরে দেখেন।
advertisement
উল্লেখ্য ৮ অগাস্ট নবান্নে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিলেন কোথায় কোথায় সরকারি জমি আছে এবং উদ্ধার হয়েছে কিনা? সরকারি জমি কেন বেদখল হয়ে যাচ্ছে এই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। তারপর কয়েকদিনের মধ্যে রিপোর্ট চেয়েছিলেন। সেই নির্দেশ মেনে পর্যটন দপ্তরের আধিকারিকরা এদিন টাকিতে সরজমিনে সরকারি খাস জমি দেখতে এসেছেন।
advertisement
আর সেখানেই নতুন করে টাকিতে একটা পর্যটনের প্রজেক্ট তৈরি করার কথা বললেন প্রশাসনিক আধিকারিকরা। বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী গত বছরে সুন্দরবন সফরে এসে টাকিকে নতুন পর্যটনের ডেস্টিনেশনের কথা বলেছিলেন। আরও বেশি উন্নয়ন করতে সেই কথা মেনে আমরা সবাই মিলে সরেজমিনে সুন্দরবন-সহ রাজবাড়ী একাধিক জায়গা ঘুরে দেখেছি। তার একটা প্রজেক্ট তৈরি হয়েছে, খুব শিগগিরই সেই কাজ শুরু হবে।”
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 5:21 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ঢেলে সাজানো হচ্ছে টাকি! নতুন পরিকল্পনা রাজ্য সরকারের