জানা গিয়েছে, মৃত হোটেল কর্মীর নাম পরিমল দাস (৩৫)। বাড়ি কোচবিহারের মাথাভাঙ্গায়। গত বছর অগাস্ট থেকে তিনি হোটেলটিতে কাজ করছিলেন। গত রাতে হোটেলেই ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। হোটেলটির পাশাপাশি, একটি টায়ার ও পানের দোকানও পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ সেবক মোড় সংলগ্ন হিলকার্ট রোডে আগুন লাগার ঘটনাটি ঘটে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আগুন লেগে যায় লাগোয়া টায়ার ও পানের দোকানে।
advertisement
আরও পড়ুন: দোকানের দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য, ঝুলে রয়েছে বুলেট! ইসলামপুরে চরম চাঞ্চল্য
পরে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে হোটেলের ভিতর থেকে দগ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দমকলের তরফে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়ায় ৷ কিন্তু আগুনের উৎস শর্ট সার্কিট৷ অন্যদিকে, দোকানের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত হোটেলের কর্মী পরিমল দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷
অনির্বাণ রায়