জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাঞ্চনবাড়ি এলাকায় রাস্তার পাশেই দাঁড় করানো ছিল একটি ১৪ চাকার লরি।গভীর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে তেল চুরি করতে এসেছিল চোরের দল।সেইসময় গাড়িতেই শুয়ে ছিলেন লরির সহকারি চালক।গাড়ি থেকে তেল চুরি হচ্ছে টের পেতেই গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় চোরের দল।গতকাল রাতেই এলাকায় আরও বেশকয়েকটি গাড়ি থেকে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ফুলবাড়ি সংলগ্ন ওই এলাকায় বহুদিন ধরেই এইরকম তেল চুরির ঘটনা ঘটছিল কে বা কারা এই তেল চুরি করে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: বুর্জ খালিফা, বা সন্দেশের বিরিয়ানি খেয়েছেন? ভাইফোঁটাতে কিনবেন নাকি এই সব মিষ্টি !
সীমান্ত পার্শ্ববর্তী এলাকা হওয়ায় বহু ট্রাক লাইন ধরে ওই এলাকায় দাঁড়িয়ে থাকে। ট্রাকেই শুয়ে থাকে ট্রাক চালকেরা। রাতের অন্ধকারে সবার চোখ এড়িয়ে তেল চুরি করতে এসেছিল কিছু দুষ্কৃতী। লরি ড্রাইভার টের পাওয়াতেই তড়িঘড়ি পালিয়ে যায় এই দুষ্কৃতীরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।পিকআপ ভ্যানটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লরির ড্রাইভার দীনেশ সাহা জানান যে এর আগেও বহুবার আমাদের ট্রাক থেকে তেল তেল চুরির ঘটনা ঘটেছে। আজ আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঠংঠং আওয়াজ এ ঘুম ভেঙে যায় এবং দেখি পাশের গাড়ি থেকে তেল চুরির চেষ্টা চলছে। চিৎকার করতেই তারা পালিয়ে যায় । এরপর পুলিশকে খবর দিই।
অনির্বাণ রায়