TRENDING:

Siliguri News: মাথায় হাত ফুল চাষিদের! কালীপুজোয় হুড়মুড়িয়ে বাড়তে পারে গাঁদা ফুলের দাম

Last Updated:

উৎসবের সময় পর্যাপ্ত ফুলের জোগান না থাকলে সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন প্রদীপ নাগ, বিষ্ণু বিশ্বাস প্রমুখ ফুল ব্যবসায়ী। তাঁদের কথায়, গাঁদার কোনও বিকল্প না থাকায় তা মজুত করে রাখা ।দাম বাড়তে পারে গাঁদা ফুলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : দুর্গাপুজো পেরিয়ে এবার দীপাবলির পালা। তারপর ভাইফোঁটা, ছটপুজো। একের পর এক আনন্দ উৎসব। আর এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে ফুল ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ থাকলেও চিন্তা বাড়াচ্ছে কালীপুজোর সময় বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, বৃষ্টি হলে গাঁদা চাষে ক্ষতির সম্ভাবনা দেখছেন ফুলচাষিরা। যাকে কেন্দ্র করে আশঙ্কার মেঘ ঘনাচ্ছে ফুল ব্যবসায়ী মহলেও।
advertisement

এই উৎসবের সময় পর্যাপ্ত ফুলের জোগান না থাকলে সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন প্রদীপ নাগ, বিষ্ণু বিশ্বাস প্রমুখ ফুল ব্যবসায়ী। তাঁদের কথায়, গাঁদার কোনও বিকল্প না থাকায় তা মজুত করে রাখা এবং ঘাটতি পড়লে অন্যান্য ফুল বিক্রির মাধ্যমে সমস্যার হাল খোঁজার চেষ্টা করছেন তাঁরা।

আরও পড়ুন -  BEL Recruitment 2022: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, বেতন হতে পারে ৫৫ হাজার অবধি

advertisement

দীপাবলির সময় সবচেয়ে বেশি চাহিদা থাকে গাঁদা ফুলের। শুধু বাঙালিই নয়, অবাঙালি যেমন নেপালিদের মধ্যে গাঁদার মালা নিয়ে ভাইটিকা নেওয়ার রেওয়াজ রয়েছে। ছটপুজোতেও পুজো সহ ঘাট সাজানোর কাজে গাঁদা ফুলই বেশি ব্যবহৃত হয়। প্রতিবছর কলকাতা,রায়গঞ্জ, রানাঘাট থেকে কমলা, হলুদ রংয়ের গাঁদা ফুল ঢোকে শহরে। ইতিমধ্যে সেই গাঁদা ঢুকতে শুরু করলেও গতবছরগুলির তুলনায় জোগান কম বলে জানালেন ফুল ব্যবসায়ীরা। কুড়ি পিসের দাম ৩০০ টাকা খুচরো বাজারগুলিতে। গাঁদার পাশাপাশি পাল্লা দিয়ে চাহিদায় রয়েছে গোলাপ, রজনীগন্ধা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা।

advertisement

View More

আরও পড়ুন -  Earthquake News: নেপালে ভূমিকম্পের উৎসস্থল, কেঁপে গেল পটনা

ফুল ব্যবসায়ী বিষ্ণু বিশ্বাস বলছিলেন, ‘এই সময় মূলত মারওয়ারি নেপালি সম্প্রদায়ের লোকেরা বেশির ভাগ গাঁদা ফুল নিয়ে যায় আমাদের কাছ থেকে। এমনিতে ৩০০ টাকা দাম থাকে কিন্তু এবার যা মার্কেটের পরিস্থিতি তাতে দাম আগের তুলনায় কিছুটা বাড়বে বলেই আশঙ্কা করছি।' প্রদীপ নাগের কথায়, ‘এবার গাঁদা ফুলের জোগান একটু কম। গতবছর বেশি মাল তুলিনি ব্যবসা তেমন ছিল না বলে। এবার তুলতে চাইছি তবে পরিস্থিতি সঙ্গ দিচ্ছে না। তবে অন্যান্য ফুল মজুত রাখছি।' গণেশপুজো থেকে দুর্গাপুজো পর্যন্ত বৃষ্টি বাদ না সাধলে ব্যবসা আরও ভালো হত বলে মনে করছেন ব্যবসায়ীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের বিশেষ আকর্ষণ এখন বাংলায়! বাজারে উপচে পড়ছে ভিড়, দাম ১ কেজি ১০০ টাকা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মাথায় হাত ফুল চাষিদের! কালীপুজোয় হুড়মুড়িয়ে বাড়তে পারে গাঁদা ফুলের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল