প্রসঙ্গত, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলায় হাতির সংখ্যা প্রায় ৭০০। কিন্তু এখনও হাতিকে খাবারের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়। টুকরিয়া ঝাড় বনাঞ্চলে মাঝেমধ্যেই হাতির উপদ্রব দেখা যায়। বিপদ তখনই বাড়ে, যখন তারা জঙ্গলের পথ ধরে লোকালয়ে প্রবেশ করে। দাঁতালদের তাণ্ডবে ফসল নষ্ট হয়। আবার অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। এছাড়া হাতির হানায় মানুষের মৃত্যুর খবরও নতুন নয়। মানুষের ক্ষতি করার জন্য হাতিরা লোকালয়ে প্রবেশ করে না। তারা সন্ধান করে খাবারের। আর তাতেই রাতের ঘুম উড়েছে থানজোড়া চা বাগান এলাকার স্থানীয়দের।
advertisement
আরও পড়ুন: বিদ্যুৎ বিলের নাম করে অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি! আতঙ্কে পুলিশ-কর্মী! জানুন
এলাকার স্থানীয় এক ব্যাক্তি জানিয়েছেন, ” আমাদের এখানে মাঝে মাঝেই হাতির আনাগোনা দেখা দেয়।লোকালয়ে চলে আসে বুনো হাতি ও বাড়িতে মজুদ করা খাবার খেয়ে যায়। লাগাতার হাতির হানায় আতঙ্কিত গ্রামবাসী।” এদিন হামলা চালিয়ে দীর্ঘক্ষণ এলাকায় দাঁড়িয়ে থাকে বুনো হাতিটি। প্রতিনিয়ত এলাকায় হাতির হানায় আতঙ্কে বাসিন্দারা।
অনির্বাণ রায়