TRENDING:

Siliguri News: খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে! ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি

Last Updated:

Siliguri News: দাঁতালদের তাণ্ডবে জেরবার জীবন! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: খাবারের খোঁজে লোকালয়ে গজরাজের দল।ক্ষতিগ্রস্থ হল দুটি বাড়ি। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির বুড়াগঞ্জের থানজোড়া চা বাগান এলাকায়।জানা গিয়েছে, শুক্রবার সকালে টুকরিয়া ঝাড় বনাঞ্চল থেকে একটি হাতির দল এলাকায় প্রবেশ করে। সেসময় একটি দাঁতাল হাতি খাবারের খোঁজে দুটি ঘর ভেঙে দেয়। স্থানীয়দের অভিযোগ, বন দফতরের ঘটনার খবর দেওয়া হলেও সময়মত বনকর্মীরা পৌঁছায়নি । পরে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা পৌঁছে হাতির দলটিকে জঙ্গলে ফেরত সক্ষম হয়েছে।
 ফাইল ছবি
 ফাইল ছবি
advertisement

প্রসঙ্গত, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলায় হাতির সংখ্যা প্রায় ৭০০। কিন্তু এখনও হাতিকে খাবারের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়। টুকরিয়া ঝাড় বনাঞ্চলে মাঝেমধ্যেই হাতির উপদ্রব দেখা যায়। বিপদ তখনই বাড়ে, যখন তারা জঙ্গলের পথ ধরে লোকালয়ে প্রবেশ করে। দাঁতালদের তাণ্ডবে ফসল নষ্ট হয়। আবার অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। এছাড়া হাতির হানায় মানুষের মৃত্যুর খবরও নতুন নয়। মানুষের ক্ষতি করার জন্য হাতিরা লোকালয়ে প্রবেশ করে না। তারা সন্ধান করে খাবারের। আর তাতেই রাতের ঘুম উড়েছে থানজোড়া চা বাগান এলাকার স্থানীয়দের।

advertisement

আরও পড়ুন: বিদ্যুৎ বিলের নাম করে অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি! আতঙ্কে পুলিশ-কর্মী! জানুন

এলাকার স্থানীয় এক ব্যাক্তি জানিয়েছেন, ” আমাদের এখানে মাঝে মাঝেই হাতির আনাগোনা দেখা দেয়।লোকালয়ে চলে আসে বুনো হাতি ও বাড়িতে মজুদ করা খাবার খেয়ে যায়। লাগাতার হাতির হানায় আতঙ্কিত গ্রামবাসী।” এদিন হামলা চালিয়ে দীর্ঘক্ষণ এলাকায় দাঁড়িয়ে থাকে বুনো হাতিটি। প্রতিনিয়ত এলাকায় হাতির হানায় আতঙ্কে বাসিন্দারা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে! ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল