Scam: বিদ্যুৎ বিলের নাম করে অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি! আতঙ্কে পুলিশ-কর্মী! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Scam: বিদ্যুতের বিল দেওয়ার আগে সাবধান! আপনার অ্যাকাউন্ট-ও হতে পারে খালি! ভয়াবহ ঘটনা! জানুন
উত্তর ২৪ পরগনা: বিদ্যুতের বিল মেটানোর জন্য কালীচরণ মাঝির কাছে ফোন আসে মোবাইলে। বলা হয় নির্দিষ্ট অ্যাকাউন্টে বিদ্যুতের বিল জমা করতে হবে। এরপর, বিদ্যুৎ বিলের টাকা সেই অ্যাকাউন্টে পাঠানোর সঙ্গে সঙ্গেই কালীচরণ বাবুর ফোনে পরপর মেসেজ আসতে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোট ৭ লক্ষ ১৩ হাজার টাকা হ্যাকিং করে হাতিয়ে নেয় হ্যাকাররা বলে অভিযোগ।
পেশায় পুলিশ কর্মী কালীচরণ মাঝি বুঝে উঠতে পারছেন না, তার অ্যাকাউন্ট থেকে কি ভাবে লক্ষ লক্ষ টাকা হ্যাক করল প্রতারকরা। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের প্রধান দেহরক্ষী এই পুলিশকর্মীর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল মেটানোর নাম করে লক্ষ লক্ষ টাকা হ্যাক হতেই আতঙ্কে গোটা পুলিশ কর্মীর পরিবার।
advertisement
advertisement
গত মাসের ২৩ তারিখ অবসর গ্রহণ করেন কালীচরণ বাবু। ঘটনায় এতটাই আতঙ্কিত যে মোবাইল ব্যবহার করতে রীতিমত ভয় পাচ্ছেন পুলিশকর্মী কালীচরণ মাঝি। বিদ্যুৎ বিল পরিশোধ করার নাম করে প্রতারণার এই চক্র থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্মী সহ সাইবার বিশেষজ্ঞরাও।
Rudra Nrayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 9:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam: বিদ্যুৎ বিলের নাম করে অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা চুরি! আতঙ্কে পুলিশ-কর্মী! জানুন