রাতে বাগডোগরার জঙ্গল থেকে যখন চৌপুকুরিয়ায় ঢোকে তখন সেখানে সুনীল কুণ্ডু নামের জনৈক বাসিন্দার বাড়িতে কালীপুজো হচ্ছিল। সেই উপলক্ষ্যে সেখানে তখন ভালই জমায়েত ছিল। এদিকে, অনুষ্ঠান বাড়িতে খাবারের গন্ধ পেয়ে হাতিটি সটান সেদিকেই রওনা দেয়।
আরও পড়ুন: লোকালয়ে বাইসন ! বারবার জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশের কারণ জানলে অবাক হবেন
advertisement
তবে সুনীলের বাড়িতে ঢোকেনি। ওই ভিড় বাড়িতে হাতি ঢুকলে যে কী অঘটন ঘটতে পারত, তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয়রা। হাতিটি শেষমেশ ওই বাড়ির সামনে দিয়ে, স্থানীয় পুকুরের পাশ দিয়ে হেঁটে চলে যায়।
বনকর্মীরা বাজি ফাটিয়ে জঙ্গলে ফেরত পাঠান হাতিটিকে। এদিকে গ্রামের বাসিন্দারা জানান, হাতিটি মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় খাবারের খোঁজে ঢুকে পড়ে। মঙ্গলবার সন্ন্যাসী এলাকায় ঢুকে পড়েছিল হাতিটি। খাবারের গন্ধেই বুধবার রাতে হাতিটি গ্রামে ঢুকেছিল বলে বনকর্মীদের অনুমান।
আরও পড়ুন: উপচে পড়ছে পর্যটকদের ভিড়! বেঙ্গল সাফারি পার্কে দারুণ চমক
এক গ্রামবাসী বলেন, "মনে হচ্ছে জঙ্গল এলাকা থেকে হাতিটি আলো দেখতে পায়, আর আওয়াজ শুনতে পায়। আর সেই কারণেই খাবার পাওয়া যাবে ভেবে গ্রামের দিকে চলে আসে। এসেই হাজির হয় মন্দিরের সামনে। ব্যস লোকজন ভয় পেয়ে ছোটাছুটি ও চিৎকার শুরু করলে হাতিটি মন্দিরে না ঢুকে গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকে। তখনই বন দফতরের কর্মীরা এসে আবার জঙ্গলে ফেরত পাঠান হাতিটিকে।"
অনির্বাণ রায়