এই পাচার চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ফাঁসিদেওয়ার বিধান নগর থানার পুলিশ । নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ দীর্ঘদিন ধরেই এই অভিযান চালাচ্ছিল আজ ফের বিধান নগর এলাকায় আলু বোঝাই ট্রাক থেকে এই নকল মদ উদ্ধার করল পুলিশ ।
আরও পড়ুন: ব্ল্যাক প্যান্থার চা বাগানে? মিরিকে কালো লেপার্ডের দেখা! ভাইরাল ভিডিও
advertisement
এর পেছনে কোন পাচার চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগেও বিহার পাচারের উদ্দেশ্যে মদ আটক করা হয়েছিল । পুলিশের সন্দেহ এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে । ধৃত ওই দু'জনকে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয় ।
অনির্বাণ রায়
Location :
First Published :
Nov 23, 2022 8:44 PM IST





