পুলিশ যে গাইডলাইন দেবে, তা মেনেই সকলকে চলতে হবে বলে জানিয়ে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। পুলিশ যদি মনে করে বিসর্জনে কেউ জলে নামতে পারবে না, তবে কাউকেই জলে নামতে দেওয়া হবে না বলে তাঁর বক্তব্য। তবে কালীপুজোর বিসর্জন এবং ছটপুজোয় বিভিন্ন ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হবে বলে মহকুমা শাসক প্রিয়াংকা সিং বৈঠকে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েত সদস্যের পরিচয় দিয়ে প্রতারণা! পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
তবে এই বিষয়ে পুলিশের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পর পুলিশের গাইডলাইন তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। এদিন গৌতম বলেন, ‘জলে নামার বিষয়ে পুলিশ গাইডলাইন তৈরি করবে। পুলিশ যা বলবে আমরা সেটাই মেনে কাজ করব। তবে একদম কড়াকড়ি করা হবে।” তাই এবার শিলিগুড়িতেও বিশেষ ব্যবস্থা নিতে চাইছে প্রশাসন। সূত্রের খবর, কালীপুজোর বিসর্জনে নদীতে নামতে বারণ করা হতে পারে। বিসর্জনের জন্য সিভিল ডিফেন্স এবং পুরনিগমের কর্মীদের মোতায়েন করার চিন্তাভাবনা রয়েছে। ঘাটের কাছ থেকেও তাঁরাই প্রতিমা নিরঞ্জন করে দিতে পারেন।
আরও পড়ুনঃ মুকুটে নতুন পালক, শিলিগুড়ি শহর জুড়ে এবার চলবে লোকাল ট্রেনও!
তবে, এই বিষয়ে এখনও সিলমোহর পড়েনি। ছটপুজোর ক্ষেত্রে পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে। রামকিঙ্কর হলে কালীপুজো এবং ছটপুজো নিয়ে বৈঠকে ছটঘাটগুলিতে বাড়তি আলোর ব্যবস্থা করার আবেদন জানিয়েছে পুজো কমিটিগুলি। এবছর বেশি বৃষ্টির জেরে নদীতে জল বাড়ায় পাড় ভাঙতে শুরু করেছে। তাই অতিরিক্ত বালির বস্তা, আর্থমুভার, ডাম্পার আগে থেকেই রাখার দাবি করেছেন পুজো কমিটির উদ্যোক্তারা।
Anirban Roy