পরে সেবক পুলিশের কাছ থেকে তারা এই খবর পান যে ওই ছাত্র করোনেশন সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দিয়েছেন। খুবই বেদনাদায়ক ঘটনা বলে তারা জানান।সেবক ফাঁড়ির পুলিশ অফিসার তপন দাস জানান এদিন সন্ধ্যে নাগাদ এক তরুণীকে স্থানীয় একজন তিস্তা নদীতে ঝাঁপ দিতে দেখেন খবর পেয়েই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডাকা হয়। রাত পর্যন্ত চলছিল খোঁজ।
advertisement
আরও পড়ুনঃ বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িস ইউনিয়নের বিক্ষোভ
দেহ এখনো পাওয়া যায়নি। তার মোবাইল ও আধার কার্ড পড়েছিল সেতুর ওপর। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ এই তরুণের ফোন থেকে শেষ কলগুলো যে করা হয়েছিল সেই সূত্র ধরে তার সহপাঠীদের সাথে কথা বলে।
আরও পড়ুনঃ পুর নাগরিকদের আরও ভাল পরিষেবা দিতে চালু ৩ সুস্বাস্থ্য কেন্দ্র
সহপাঠীরা পুলিশকে জানিয়েছেন ওই তরুণ বিকেলে সহকারীদের ফোন করে আত্মহত্যার কথা বলেছেন সহপাঠীরা এমন কাজ করতে নিষেধ করেন বারবার বলেন তারা সেবকে আসছেন কিন্তু এরই মধ্যে সেই তরুণ তিস্তায় ঝাপ দিয়ে দেয়। সহপাঠীদের চোখে বেদনার ছায়া নেমে এসেছে।
Anirban Roy