শিলিগুড়ি শহরের একেবারে শেষ প্রান্তে হাতিয়াডাঙ্গা এলাকায় বাড়ি প্রদীপবাবুর। হাতের কাজ তাঁর ছোটবেলা থেকেই পছন্দের। হাতুড়ি-বাটাল দিয়ে খুটখুট করে কাঠ ঠুকে তিনি তৈরি করে ফেলেন অনেক কিছুই। তবে সংসারের হাল ধরতে বর্তমানে টোটো চালিয়ে জীবন যাপন করছেন। কিন্তু সময় পেলেই কাঠ দিয়ে দেবদেবীর মূর্তি বানান। সবকিছুর মধ্যে শিবের পাটার কাজ সারা শহর জুড়ে বিখ্যাত। ১৬ বছর বয়স থেকে দাদাকে দেখে কাঠের কাজ শুরু করেন প্রদীপ দাস। তারপর থেকে আজ পর্যন্ত, ভালবাসার টানেই সেই কাজ করে চলেছেন। আর্থিক অভাবে পড়াশোনা করতে পারেননি ঠিকই কিন্তু চোখের নিমেষে বেল কাঠ, নিম কাঠ দিয়ে তৈরি করে ফেলেন নানা দেব-দেবীর মূর্তি ।
advertisement
প্রদীপবাবুর ভাষায়, "দাদা কাঠের কাজ করতেন। সেই দেখে আমারও ইচ্ছে হয় কাঠের কাজ করার। দাদা কাঠমিস্ত্রি ছিলেন। আমার ইচ্ছে হয়, সুন্দর ডিজাইনের জিনিস বানাব। সেই থেকেই চড়ক পুজোর জন্য শিবের পাটা তৈরি করা শুরু।" শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া, বেলাকোবা, বিধান নগর, রাজগঞ্জ, আমবাড়ি-সহ আরও নানা জায়গা থেকে শিবের পাটা তৈরির অর্ডার আসে সুদীপ দাসের কাছে। দীর্ঘদিন ধরে সযত্নে এই কাজ করে আসছেন তিনি।
অনির্বাণ রায়