পুলিশ সূত্রে জানা গিয়েছে , শিলিগুড়ি পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এসি মেশিনে গ্যাস ভরার কাজ করছিলেন দোকানের কর্মচারী। ঠিক তখনি বিকট আওয়াজে কেপে ওঠে গোটা এলাকা। বোমা বিস্ফোরণের আশঙ্কা করে ঘর থেকে বেরিয়ে আসেন আশেপাশের মানুষেরা। স্থানীয়রা এসে দেখতে পান গাড়িতে বিস্ফোরণ হয়েছে ।
advertisement
দুর্ঘটনায় গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। রাস্তার যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ। এমনকি দোকান লাগোয়া একটি বাড়িতেও ক্ষয়ক্ষতি হয়েছে। আহত বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রক্তাক্ত অবস্থায় প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিলর মানিক দেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্তে করছে পুলিশ।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী সেবক করোনেশন সেতু রক্ষার্থে গান বাঁধলেন শিল্পীরা! কী বলছেন তাঁরা
কাউন্সিলর মানিক দে বলেন, “আমি ওই ব্যবসায়ীকে নিজে বেশ কয়েকবার এসির গ্যাস ভরার কাজ করতে বারণ করেছিলাম। আমার আশঙ্কা ছিলই যে কোনও দিন এরকম দুর্ঘটনা ঘটবে। ব্যবসায়ী আমাকে জানিয়েছিলেন যে দ্রুত তাঁরা দোকান সরিয়ে নেবেন। কিন্তু তার আগেই আজ বিস্ফোরণের খবর পাই। চারজন আহত হয়েছেন।” দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ৷
অনির্বাণ রায়