Siliguri News: ঐতিহ্যবাহী সেবক করোনেশন সেতু রক্ষার্থে গান বাঁধলেন শিল্পীরা! কী বলছেন তাঁরা
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
Last Updated:
Siliguri News: মূলত সেবকের করোনেশন সেতু সংরক্ষণ এবং দ্বিতীয় সড়কসেতু তৈরির দাবি জোরালো করতেই এই গানের ভিডিও তৈরি করা হয়েছে বলে জানালেন শিল্পীরা।
মালবাজার: “আশিতে দিলেম পা/তোরা সব শুনে যা দাঁড়িয়ে/আছি আমি সাক্ষী হয়ে ।” উত্তরবঙ্গের আবেগ ঐতিহ্যবাহী সেবকের করোনেশন সেতু নিয়ে এই গান বাঁধলেন একদল শিল্পী। সম্প্রতি মাল শহরের বাসস্ট্যান্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে গানের ভিডিও ‘আশিতে দিলেম পা’ প্রকাশ করা হয়। উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী সেতু নিয়ে গানের ভিডিও কার্যতই বিরল। মূলত সেবকের করোনেশন সেতু সংরক্ষণ এবং দ্বিতীয় সড়কসেতু তৈরির দাবি জোরালো করতেই এই গানের ভিডিও তৈরি করা হয়েছে বলে জানালেন শিল্পীরা।
তথ্য অনুযায়ী, ১৯৩৭ সালের ৫ ই নভেম্বর সেবকে করোনেশন সেতুর শিলান্যাস করা হয়। এর সঙ্গে রাজা ষষ্ঠ জর্জ এবং রানি এলিজাবেথের অভিষেকের ঘটনা যুক্ত। ১৯৪১ সালে সেতুটি তৈরি হয়। কাগজে-কলমে সেতুর বয়স ইতিমধ্যেই ৮০ বছর পার হয়েছে। এই তথ্যকেই গানের মাধ্যমে তুলে এনেছেন জয়দীপ এবং অন্যরা। মালবাজারের বাসিন্দা জয়দীপ দত্ত গানের সুরকার এবং গীতিকার। বর্তমানে কর্মসূত্রে তিনি শিলিগুড়িতে থাকেন। জয়দীপ নিজেও গানের কিছুটা অংশ গেয়েছেন। জয়দীপ স্থানীয় শিল্পী সোহম দাস এবং মেঘা গুপ্তকে সঙ্গে নিয়ে এই গান বেঁধেছেন । ভিডিও-র যাবতীয় সম্পাদনা করেছেন সৌগত বড়ুয়া করেছেন।
advertisement
জয়দীপ দত্ত বলেন, “সেবকের করোনেশন ব্রিজ উত্তরবঙ্গের তথা ডুয়ার্সের মানুষের আবেগের সঙ্গে জড়িত। তবে এই সেতুর বয়স হয়েছে। তাই এই সেতুকে অবশ্যই সংরক্ষণ করা উচিত এবং দ্বিতীয় সেবক সেতুর দাবি বহুদিন ধরেই চলছে কিন্তু এখনও কোনো কাজ শুরু হয়নি।” তাই মানুষের দাবিকে আরও ছড়িয়ে দিতেই গানকে হাতিয়ার করা হয়েছে বলে জানান তিনি।
advertisement
advertisement
শিল্পী সোহম দাস বলেন, “এ দাবি তো আমাদের সকলের। গানের থেকে আর কী ভালো মাধ্যম হতে পারত। অতীতে গান-বাজনা করেই আন্দোলনের রূপ নিত। তাই আমরা গানকেই বেছে নিয়েছি।”
advertisement
সেবকের দ্বিতীয় সড়ক সেতু তৈরির দাবি নিয়ে দীর্ঘ দিন আন্দোলন করছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। সংগঠনের সম্পাদক চন্দন রায় বলেন, “আমরা আশা করছি, এভাবেই সকলের সম্মিলিত উদ্যোগে আমাদের দাবি পূরণের পথে এগিয়ে যাব।”
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 8:16 PM IST