সেই লক্ষ্যে জরাজীর্ণ অবস্থায় থাকা বেশ কিছু পার্কের উন্নয়নের কাজ শুরু করে পুরনিগম। সিদ্ধান্ত নেওয়া হয় পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শীতলপাড়া এলাকায় অবস্থিত উদ্যানের উন্নয়ন করে সেখানে বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরি করা হবে। সেই পার্ক কিংবদন্তি সত্যজিৎ রায়ের নামে করা হবে। সেইমত এদিন বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, ওই ওয়ার্ডের কাউন্সিলর মৌমতা মন্ডল, সহ অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পার্ক পরিদর্শনে যান।
advertisement
আরও পড়ুনঃ মহকুমা পরিষদের কার্যালয়ের পার্কিং সমস্যা সমাধানের লক্ষ্যে এলাকা পরিদর্শন
জানা গিয়েছে এই পার্কের ভেতরে দুটো ফোয়ারা লাগানো হবে। পুরো পার্কে ঔষুধি গাছ থাকবে। ছোটদের খেলার যন্ত্রাংশ থাকবে। অন্য পার্কের তুলনায় এই পার্কে অনেক পার্থক্য থাকবে। বায়ো ডাইভার্সিটি এর পুরো বিষয়টি লিখিত আকারে পার্কে আসা দর্শকদের সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, "ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় পাশাপাশিযেই কাজ গুলি চলছে তাও দেখতে হবে। সেই কারণেই এই পরিদর্শন। ইতিমধ্যেই, শহরের তিনটি পুরোনো পার্কের উন্নয়ন করা হয়েছে।"
আরও পড়ুনঃ খুঁটি পুজোর মাধ্যমে তরুণ সংঘ ক্লাবের কালীপুজোর শুভ সূচনা
অপরদিকে, একই দিনে পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুব্রত শিশু উদ্যানও পরিদর্শনে যান তিনি। গৌতম দেবের নির্দেশেই এই পার্কের উন্নয়নের কাজ শুরু হয়। এদিন কাজের গতি ও কতদূর কাজ হয়েছে তা খতিয়ে দেখেন তিনি। পার্কের খুটিনাটি বিষয় সম্পর্কে ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন গৌতমবাবু। সম্পূর্ণ পার্ক ঘুরে সাংবাদিকদের বলেন, "পূজোর আগে পার্কটি সুচনা করার ইচ্ছা ছিল কিন্তু লাইট গুলো বাইরে থেকে আসার কথা তাই জন্য পার্কের উদ্বোধন পিছিয়ে আগামী ২৯ তারিখ করা হয়েছে।"
Anirban Roy