আরও পড়ুন: সন্তানকে মাতৃদুগ্ধ পান করিয়ে পুরস্কৃত মায়েরা
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দৌড় শুরু হবে ও শালবাড়ি এলাকায় অবস্থিত বনবাসী কল্যাণ আশ্রমের কার্যালয়ের সামনে গিয়ে দৌড় শেষ হবে। এই দৌড়ে ১৩ বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত সকলে অংশগ্রহণ করতে পারবে। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এমনটাই জানান সংগঠনের কনভেনার ভুলু দত্ত।
advertisement
প্রসঙ্গত, মহিলা ও পুরুষ প্রত্যেকেই ‘রান ফর ভারত’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এর জন্য প্রতিযোগীরা ক্লাবে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবে, অথবা অনলাইনেও আবেদন করা যাবে। ১০ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীর পুরস্কার ১১ হাজার টাকা। দ্বিতীয় স্থানের জন্য ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থানের জন্য পুরস্কার ৫ হাজার টাকা। সংগঠনের কনভেনার ভুলু দত্ত জানান, মূলত গ্রামাঞ্চলের প্রতিভা সামনে তুলে আনতেই এই উদ্যোগ। ২ হাজারের বেশি ছেলে-মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনির্বাণ রায়