TRENDING:

Siliguri News: পাচারের আগেই মোটরবাইক থেকে ওটা কি পড়ে গেল! দেখেই স্থানীয়দের চক্ষু চড়কগাছ

Last Updated:

পাচারের জন্য মোটরবাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপ । তবে বাইক থেকে কচ্ছপটি পড়ে যাওয়ায় সেই উদ্দেশ্য আর সফল হল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : পাচারের জন্য মোটরবাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপ । তবে বাইক থেকে কচ্ছপটি পড়ে যাওয়ায় সেই উদ্দেশ্য আর সফল হল না।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায় । জানা গিয়েছে, বুধবার শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায় একটি মোটরবাইকে করে কচ্ছপ নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তবে রাস্তার মধ্যেই কচ্ছপটি পড়ে যায়।তা দেখে স্থানীয়রা ছুটে আসলে বাইক আরোহী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
advertisement

এরপর কচ্ছপটিকে উদ্ধার করেন স্থানীয়রা।পরে খবর দেওয়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কুন্তল রায়কে । তিনি পৌঁছে পুলিশ ও বনদফতরে খবর দেন।পরবর্তীতে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় । এই বিষয়ে কাউন্সিলর কুন্তল রায় জানান, এই ধরণের বিরল প্রজাতির কচ্ছপ পাচার করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল মনে করা হচ্ছে । পুলিশকে জানানো হয়েছে । বনদফতর কচ্ছপটিকে উদ্ধার করেছে ।

advertisement

আরও পড়ুন: আজই জিতে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা, জেনে নিন মঙ্গলবারের লটারির ফলাফল

আরও পড়ুন: Big News: ন্যাশনাল পেনশন স্কিমে হতে পারে বড় বদল! আপনার উপর কী প্রভাব পড়বে ?

View More

প্রসঙ্গত, কয়েকদিন আগেই শিলিগুড়িতে বাড়ি থেকে দুটি কচ্ছপ উদ্ধার করে বনদফতর । শহরের একের পর এক কচ্ছপ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে । এদিন আবারও শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায় একটি মোটরবাইক থেকে রাস্তায় পড়ে যায় এক দুর্লভ প্রজাতির কচ্ছপ। মোটরবাইকটিকে ধরতে পারা না গেলেও রাস্তা থেকে কচ্ছপটিকে উদ্ধার করেন স্থানীয়দের একাংশ।কাউন্সিলর কুন্তল রায় জানান, এই ধরণের দুর্লভ প্রজাতির কচ্ছপ পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। বাইক আরোহীকে ধরা না গেলেও পুলিশের সাহায্য নিয়ে সিসিটিভির মাধ্যমে তদন্ত করার জন্য পুলিশকে বলা হবে বলে তিনি জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতের বুকেই মায়াপুর ইসকন মন্দির! দর্শনের জন্য কৃষ্ণভক্তরাও ভিড় জমাচ্ছেন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পাচারের আগেই মোটরবাইক থেকে ওটা কি পড়ে গেল! দেখেই স্থানীয়দের চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল