TRENDING:

Professor Shonku | Bidhushekhar : প্রফেসর শঙ্কুর 'বিধুশেখর' প্রাণ পেল! বাড়ির কাজ থেকে শুরু করে সব করছে এই রোবট

Last Updated:

Professor Shonku | Bidhushekhar: গল্পের বই থেকে বেরিয়ে এলো বিধুশেখর! আপনার বাড়ির সব কাজ তো করবেই! যা বলবেন করে দেবে সে! আর কষ্ট করে ঘরের কাজ থেকে শুরু করে বাইরের কাজ করতে হবে না আপনাকে! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : প্রফেসর শঙ্কুর বিধুশেখর কে মনে আছে? হ্যাঁ, সেই বিধুশেখর এখন শিলিগুড়িতে। তবে তার প্রতিষ্ঠাতা প্রফেসর শঙ্কু নয়, বাগডোগরার দেবাশীষ। বর্তমানে পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষে পাঠ্যরত দেবাশীষ। ছোটবেলায় "প্রফেসর শঙ্কু" তার প্রিয় গল্পের মধ্যে অন্যতম একটি গল্প ছিল এবং তার প্রিয় চরিত্র ছিল বিধুশেখর। কে জানত যে বড় হয়ে দেবাশীষ বিধুশেখরের প্রতিষ্ঠাতা হয়ে উঠবে। হ্যাঁ আসলে এই বিধুশেখর একটি রোবট। যা তৈরি করেছে বাগডোগরার দেবাশীষ দত্ত ।এই রোবট অনায়াসেই পৌঁছে দেবে জল, খাবার।
advertisement

আবার এই রোবটই কোনও অনুষ্ঠানে  পুরস্কার আপনার হাতে তুলে দেবে। বাড়ির অতিথি বরণের ক্ষেত্রেও এই রোবট হবে অত্যন্ত সহায়ক। আপনার কাজ আরো সহজ হবে এই রোবটের মাধ্যমে। হ্যাঁ বিশ্বাস না হলেও এটাই সত্যি। এমনই এক যন্ত্রাংশ তৈরি করে সবাইকে চমকে দিয়েছে দেবাশীষ। নিজেই সি-প্রোগ্রামিং করে রোবট টি তৈরি করেছে সে এবং তার নাম দিয়েছে বিধুশেখর । এই রোবটটি পুরোপুরি ব্লুটুথ এর মাধ্যমে চালনো যায়। এই সমস্তটাই দেবাশীষ ঘরের ফেলে দেওয়া জিনিস থেকে বানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: 'বর নাকি ভালবাসে না?' ঘর ভর্তি লোকের সামনে তুমুল নাচ গৃহবধূর! ডাক পেলেন বলিউডে! ভাইরাল ভিডিও

আরও পড়ুন:

দেবাশীষ বললেন" এই পুরো রোবটটি তৈরি করতে তার সময় লেগেছে মাত্র দুই মাস। কিছু সার্কিট দোকান থেকে কিনতে হয়েছে আর বাকি সমস্ত জিনিসই ঘরের ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি খরচ হয়েছে দুই হাজার টাকার মত।" দেবাশীষ আরও বলেন, আগামীতে এই রোবটটির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে আরও উন্নত মানের রোবট তৈরির পরিকল্পনা রয়েছে তার। যেই রোবটের মধ্যে ক্যামেরা লাগানো থাকবে এবং সামনে কোন বাধা আসলে সে নিজেই বুঝে নিতে পারবে। ভবিষ্যতে দেবাশীষ নিজের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতে আগ্রহী যেখানে তার তৈরি বানানো জিনিস গুলি সে সমাজের কাছে পৌঁছে দিতে পারবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Professor Shonku | Bidhushekhar : প্রফেসর শঙ্কুর 'বিধুশেখর' প্রাণ পেল! বাড়ির কাজ থেকে শুরু করে সব করছে এই রোবট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল