আবার এই রোবটই কোনও অনুষ্ঠানে পুরস্কার আপনার হাতে তুলে দেবে। বাড়ির অতিথি বরণের ক্ষেত্রেও এই রোবট হবে অত্যন্ত সহায়ক। আপনার কাজ আরো সহজ হবে এই রোবটের মাধ্যমে। হ্যাঁ বিশ্বাস না হলেও এটাই সত্যি। এমনই এক যন্ত্রাংশ তৈরি করে সবাইকে চমকে দিয়েছে দেবাশীষ। নিজেই সি-প্রোগ্রামিং করে রোবট টি তৈরি করেছে সে এবং তার নাম দিয়েছে বিধুশেখর । এই রোবটটি পুরোপুরি ব্লুটুথ এর মাধ্যমে চালনো যায়। এই সমস্তটাই দেবাশীষ ঘরের ফেলে দেওয়া জিনিস থেকে বানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: 'বর নাকি ভালবাসে না?' ঘর ভর্তি লোকের সামনে তুমুল নাচ গৃহবধূর! ডাক পেলেন বলিউডে! ভাইরাল ভিডিও
আরও পড়ুন:
দেবাশীষ বললেন" এই পুরো রোবটটি তৈরি করতে তার সময় লেগেছে মাত্র দুই মাস। কিছু সার্কিট দোকান থেকে কিনতে হয়েছে আর বাকি সমস্ত জিনিসই ঘরের ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি খরচ হয়েছে দুই হাজার টাকার মত।" দেবাশীষ আরও বলেন, আগামীতে এই রোবটটির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে আরও উন্নত মানের রোবট তৈরির পরিকল্পনা রয়েছে তার। যেই রোবটের মধ্যে ক্যামেরা লাগানো থাকবে এবং সামনে কোন বাধা আসলে সে নিজেই বুঝে নিতে পারবে। ভবিষ্যতে দেবাশীষ নিজের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতে আগ্রহী যেখানে তার তৈরি বানানো জিনিস গুলি সে সমাজের কাছে পৌঁছে দিতে পারবে।
অনির্বাণ রায়