Viral Video | Hema Sharma: 'বর নাকি ভালবাসে না?' ঘর ভর্তি লোকের সামনে তুমুল নাচ গৃহবধূর! ডাক পেলেন বলিউডে! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video | Hema Sharma: শাড়ি পরে অনুষ্ঠান বাড়ি কাঁপিয়ে ছিলেন হেমা শর্মা! তাঁর নাচে ফিদা বলিউড! ইউপির ছোট্ট গ্রামের গৃহবধূই এখন বলিউডের নতুন হেমা! দেখুন ভাইরাল ভিডিও

মুম্বই:  সোশ্যাল মিডিয়া আসার পর থেকে মানুষের জীবনে এসেছে বিরাট পরিবর্তন। বিশেষ করে সাধারণ মানুষ তাঁদের নানা ট্যালেন্ট সকলের সামনে তুলে ধরার একটা মাধ্যম পেয়েছেন! আর সেই সঙ্গে এসেছে ভাইরাল কথাটিও। একবার ভাইরাল হয়ে গেলেই কেল্লাফতে! না হলে বীরভূমে হত-দরিদ্র বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের কথাই ভাবুন। একটা ফান ভাইরাল হতেই বদলেছে তাঁর ভাগ্য। ত্রিপল টানানো ঘর থেকে এখন তাঁর মাথার উপর ছাদ দেওয়া ঘর হয়েছে। আর রোদে পুড়ে বেরোতে হয় না রাস্তায়! তবে ভাইরাল ভাগ্য বেশিদিন চলে না!
এই যেমন রাণু মন্ডল। এক গানে তুমুল ভাইরাল। সেখান থেকে সোজা চলে গেলেন বলিউড। গেয়ে ফেললেন বলি ছবিতে গান। তবে সেই ভাইরাল রাণু মন্ডলের কিন্তু আজ খুব খারাপ অবস্থা। বিভিন্ন ইউটিউবাররা তাঁর বাড়িতে গিয়ে ভিড় জমায়। বোকা বোকা ভিডিও বানায়। শুধু মাত্র ভাইরাল হবার চেষ্টায়। যা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু যদি কেউ ভাইরাল বিষয়টাকে ঠিক করে ম্যানেজ বা সামলে নিতে পারে তবে সে হয় হেম শর্মা! ভাবছেন তো ইনি কে?
advertisement
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Hem Lata (@hemasharma973)

advertisement
View this post on Instagram

A post shared by Hem Lata (@hemasharma973)

advertisement
View this post on Instagram

A post shared by Hem Lata (@hemasharma973)

advertisement
View this post on Instagram

A post shared by Hem Lata (@hemasharma973)

advertisement
View this post on Instagram

A post shared by Hem Lata (@hemasharma973)

ইনি একজন গৃহবধূ। হেমা ওরফে হেমলতা সোশ্যাল মাধ্যমে বিশাল চর্চায়। তবে তাঁকে নিয়ে চর্চা ২০২২-এর ডিসেম্বরের শেষ থেকে শুরু হয়। হেমাকে দেখা যায় একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়ে 'মেরে হাসবেন্ড মুঝসে পেয়ার নেহি করতা' এই গানে নাচ করতে। গোটা লোকজনের মাঝেই দারুণ ভঙ্গিমায় নাচেন তিনি। পরনে শাড়ি। ভীষণ মিষ্টি সেই নাচ। মুহূর্তে ভাইরাল হয় সেই নাচ। খুলে যায় হেমার ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে ওঠে সে। এর পরেও তাঁকে বহুবার এই ধরণের নাচ করতে দেখা যায়। দারুণ নৃত্য শিল্পী তিনি। তবে এখানেই থেমে নেই এবার হেমাকে দেখা যাবে ওয়েব সিরিজেও। সামনেই মুক্তি পাবে হেমা অভিনীত বলি ওয়েব সিরিজ। বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যেই হেমাকে দেখা গিয়েছে। তবে এবার দেখা যাবে প্রধান চরিত্রে! নওয়াজ উদ্দিন, ববি দেওল থেকে অনুপম ক্ষের সকলেই প্রশংসায় মেতেছেন এই মেয়ের! হেমাকে অনেকটাই অভিনেত্রী মধুর মতো দেখতে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Hema Sharma: 'বর নাকি ভালবাসে না?' ঘর ভর্তি লোকের সামনে তুমুল নাচ গৃহবধূর! ডাক পেলেন বলিউডে! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement