আরও পড়ুন: ‘বিজেপির জেতা পঞ্চায়েতে উন্নয়ন হবে না’! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের
লরি বোঝাই করে ওই মোষগুলোকে পাচারের ছক ছিল। কিন্তু তার আগেই শিলিগুড়ি কমিশনারেটের বিধাননগর থানার পুলিশ ফাঁসিদেওয়া থেকে ৯১ টি মোষ উদ্ধার করে। গ্রেফতার করে দুই লরি চালককে। ধৃতদের নাম জাকির হুসেন (৪৮) ওবাবুল আহমেদ (৫৬)। দু’জনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর তিনটে নাগাদ নাকা চেকিংয়ের সময় পুলিশ দুটি ১৪ চাকার বড় লরি আটক করে। লরির ডালা খুললে দেখা যায় তার ভেতরটা মোষে বোঝাই। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাঁরা গাড়ি চালকের কাছে মোষ নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু তারা কোনও নথি দেখাতে না পারায় পুলিশ মোষ ভর্তি লরি দুটিকে আটক করে থানায় নিয়ে আসে।
শিলিগুড়ি খবর | Siliguri News
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের পূর্ণিয়া জেলা থেকে মোষগুলো লরিতে করে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া ৯১ টি মোষকে ইতিমধ্যেই খোঁয়ারে পাঠানো হয়েছে। এই মোষ পাচার চক্রের মূল মাস্টারমাইন্ড কারা তার সন্ধানে তদন্ত চলছে।
অনির্বাণ রায়