জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে দুটি ট্রাকে করে এই গরুগুলো পাচার হচ্ছিল। খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ফাঁসিদেওয়া-মাটিগাড়া আন্ডারপাসে অভিযান চালিয়ে গরু পাচারের ট্রাকটি আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪২টি গরু। একসঙ্গে এত গরু নিয়ে যাওয়ার বৈধ কাগজ দেখাতে না পারায় সুবোধ সাহা ও অমর কুমার সিং-কে গ্রেফতারর করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: যাত্রী তুলবে কে? টোটো-অটো বিবাদে রণক্ষেত্র গাংপুর স্টেশন, ঝামেলা থামাতে এসে বিপাকে পুলিশ
অসমের ধুবরি জেলা, এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে আছে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া। এই কাঁটাতার উপেক্ষা করেই ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের রমরমা কারবার চলে। এই গরু পাচার নিয়ে বহু রাজনৈতিক বিতর্ক হয়েছে। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বাংলা থেকে গরু পাচারের শিকড় একেবারে উপড়ে ফেলা হবে। আর তাই কড়াকড়ি আগের থেকে অনেকটা বেড়েছে। আর তাতেই ধরা পড়ছে একের পর এক গরু পাচারকারী।
অনির্বাণ রায়