শিলিগুড়ির বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক সেরে নিল শিলিগুড়ি -জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ও শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। এ দিন বৈঠক শেষে মেয়র জানান, শিলিগুড়ির উন্নয়নের জন্য যে সমস্ত বড়ো প্রকল্প আছে সে সমস্ত কিছু এসজেডিএ করে থাকে ও শহরের মধ্যে থেকে সাধারণ মানুষের সুবিধের জন্য, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও শহরকে যানজট মুক্ত রাখার দায়িত্ব পুরনিগমের।
advertisement
আরও পড়ুনঃ নালায় পড়ে ওটা কী! চা বাগানের কাজে যোগ দিতেই চমকে উঠলেন শ্রমিকরা!
ফলে এসজেডিএ ও পুরনিগমের মধ্যে ভাল সমন্বয় থাকা খুব প্রয়োজন, তাই শহরের উন্নয়নের জন্য প্রত্যেক মাসে একবার করে এসজেডিএ ও পুরনিগম বৈঠক করবে। বৈঠকে মূলত শিলিগুড়ির উন্নয়নের জন্য যে সমস্ত কাজ চলছে ও পরবর্তীতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে আলাপ আলোচনা করা হয়।
এ ছাড়া চলতি সময়ে শিলিগুড়ি শহরের সব থেকে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে যানজট সমস্যা। এ বিষয়ে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, শহরে মূলত বড় ভলভো বাসের জন্য যানজট সমস্যা দেখা দেয়। তাই ভলভো বাস শহরের বাইরে নিয়ে যাওয়া হবে। শহর সংলগ্ন জলপাইগুড়ি জেলার নৌকাঘাট এলাকায় একটি জমি রয়েছে যেখানে বহুদিন আগেই একটি বাসস্ট্যান্ড করার পরিকল্পনা করা হয়েছিল।
তবে সমস্যার কারণে সেখানে স্ট্যান্ডটি তৈরি করা হয়নি। তাই এ বার শহরের যানজট সমস্যা এড়াতে সেখানে স্ট্যান্ড তৈরি করা হবে ও শহরের নিরাপত্তা বাড়াতে আগের পুরনো সিসিটিভিগুলো পরিবর্তন করে উন্নতমানের সিসিটিভি লাগানো হবে।
অনির্বাণ রায়