শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে শুরু হয়েছে ৩ দিনের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং বিশেষ ভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম বিতরণ শিবির। জয়পুরের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি এবং শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবির থেকে অন্তত ৫০০ বিশেষ ভাবে সক্ষম মানুষ উপকৃত হবেন।যাদের হাত নেই তারা কৃত্রিম হাত পেয়েছেন,যার পা নেই তারা কৃত্রিম পা পেয়েছেন,কেউ হুইল চেয়ার,কেউ ট্রাই সাইকেল পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন।
advertisement
আরও পড়ুন: শিলাবৃষ্টি আর পোকায় ব্যাপক ক্ষতি বেগুন চাষে! বিপাকে কৃষকরা
মেয়র গৌতম দেব জানান, “রাস্তা ঘাটের উন্নয়ন শুধু নয়,আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছতে চাই। এই কাজ আমি দীর্ঘদিন থেকে করছি ।এর মধ্যে দিয়ে একটা আত্ম সন্তুষ্টি পাই।”
জয়পুর ফুট বিতরণ সমিতির ডিরেক্টর পি আর মেহতা জানান, “আগামী ৩ দিন এই শিবির চলবে। শিলিগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই শিবির অনুষ্ঠিত হবে।অন্তত ২০০০ মানুষ উপকৃত হবে এই ক্যাম্পগুলির মাধ্যমে।”
আরও পড়ুন: ঘরে শুয়ে গৃহবধূ, টিনের চাল থেকে উঁকি মারছে কে? আঁতকে উঠবেন পুরোটা শুনলে
নিজের পা লাগাতে আসা গুড্ডি মাহাতো জানায়, “দুর্ঘটনায় আমার পা চলে গিয়েছিল।আমি স্কুল যেতে পারতাম না। এই পা পেয়ে আমি অত্যন্ত খুশি । আমি আবার আগের মতন স্কুল যাব।”
অনির্বাণ রায়