শীর্ষ আদালত বলেছে, ‘বেরিয়াম সমৃদ্ধ বাজি নিষিদ্ধ করা হচ্ছে , যা নাগরিকদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক । আরও স্পষ্টভাবে প্রবীণ নাগরিক এবং শিশুদের (ক্ষেত্রে ক্ষতিকারক)।’ সেইসঙ্গে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আদালত নির্দেশ দিয়ছে, বাজির উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতে যদি কোনও গাফিলতি থাকে, তাহলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। বাজি তৈরি, ব্যবহার এবং বিক্রি শীর্ষ আদালতের রায়ের বিষয়ে মানুষ যাতে সচেতন হন, সেজন্য বিজ্ঞাপন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলির আগে পাল পাড়া যেন হয়ে উঠেছে প্রদীপ নগরী!
দীপাবলিতে এরাজ্যে গ্রিন ক্র্যাকার্স ছাড়া অন্য ধরনের আতশবাজি বিক্রি করা বা পোড়ানো যাবে না বলে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে । এব্যাপারে আদালত পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে । আদালত স্পষ্ট জানিয়েছে, কেবলমাত্র কিউআর কোড যুক্ত গ্রিন ক্র্যাকার্স বিক্রি করা যাবে।
Anirban Roy