TRENDING:

Siliguri News: খুব শীঘ্রই শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হবে নার্সিং ট্রেনিং সেন্টার

Last Updated:

শিলিগুড়ি জেলা হাসপাতালে খুব দ্রুত চালু হবে নাসিং ট্রেনিং সেন্টার । এছাড়াও শিলিগুড়ি জেলা হাসপাতালের টেলি মেডিসিন বিভাগ ও হাসপাতালের উন্নতি করণে গুরূত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সারলেন রোগীকল‍্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : শিলিগুড়ি জেলা হাসপাতালে খুব দ্রুত চালু হবে নাসিং ট্রেনিং সেন্টার । এছাড়াও শিলিগুড়ি জেলা হাসপাতালের টেলি মেডিসিন বিভাগ ও হাসপাতালের উন্নতি করণে গুরূত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সারলেন রোগীকল‍্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। শিলিগুড়ি জেলা হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলার মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রমাণিক শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপাল ডাঃ চন্দন ঘোষ ও অন‍্যান‍্য হাসপাতাল আধিকারিক নার্সিং প্রধানদের নিয়ে আলোচনায় বসেন চেয়ারম্যান গৌতম দেব।
advertisement

এদিন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার ফাঁকে হাসপাতাল চত্বর ব‍্যক্তিগত এম্বুলেন্সের ও দালার বন্ধের বিরুদ্ধে সরব হন চেয়ারম্যান গৌতম দেব।রুগী কল‍্যাণ সমিতির আলোচনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতমবাবু জানান এবার সারা রাজ‍্যের মধ‍্য দ্বিতীয় বারের জন‍্য "কায়া" পুরষ্কার পেয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। এই পুরষ্কারে অর্থ ৫০ লক্ষ টাকা,সেটাকে হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব‍্যবহারকরা হবে। হাসপাতালের বাইরের অ্যাম্বুল্যান্সের দাপট রুখতে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুনঃ মহিলাদের স্বনির্ভর করতে ৪৫টি সেলাই মেশিন আনল শিলিগুড়ি মহকুমা পরিষদ

হাসপাতালের সব কর্মীর আইকার্ডের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেককে সেই আইকার্ড নিয়ে কাজে আসতে হবে। রাতে হাসপাতালে কোনও বেসরকারি অ্যাম্বুল্যান্স বা টোটো, অটো থাকতে দেওয়া হবে না। আসা রোগী এবং তাঁদের পরিজনদের মন ভালো রাখতে পুরনিগমের মতো হাসপাতালে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। এর পাশাপাশি জেলা হাসপাতালে পিকু (পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিট) চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ । ইতিমধ্যে ১০ বেডের পিকু তৈরি কাজ শুরু হয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ চুরির অভিযোগে বেঁধে রেখে গণধোলাই যুবককে! পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

এবারও কায়াকল্প প্রকল্পে পুরস্কৃত হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। সেই মান ধরে রাখতে হাসপাতালে দুটি গার্ডেন তৈরি হচ্ছে গৌতমবাবু আরও জানান শিলিগুড়ি জেলা হাসপাতালে নাসিং ট্রেনিং সেন্টার করবার পাশাপাশি ২৪ জন সিভিল ডিফেন্সের কর্মীকে জেলা হাসপাতালের নিরাপত্তা সহ বিভিন্ন কাজের জন্যে নিয়োগ করা হচ্ছে। এ বিষয় জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়ে গেছে। টেলি মেডিসিন প্রক্রিয়ার মধ্যে হৃদ রোগে আক্রান্ত রোগীদের থেরাপির মধ‍্য দিয়ে চিকিৎসা চালু হতে চলেছে অতি শীঘ্রই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: খুব শীঘ্রই শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হবে নার্সিং ট্রেনিং সেন্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল